• facebook
  • twitter
Sunday, 22 December, 2024

বিমায় আপাতত কমল না জিএসটি

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিলো জীবনবিমা ও স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে জিএসটি হার কমতে পারে। কিন্তু এই প্রত্যাশা পূরণ হলো না।

প্রতীকী চিত্র

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিলো জীবনবিমা ও স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে জিএসটি হার কমতে পারে। কিন্তু এই প্রত্যাশা পূরণ হলো না। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতে অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের বৈঠকে বিমার প্রিমিয়ামের উপর করের হার কমানোর সিদ্ধান্ত আপাতত পিছিয়ে দেওয়া হলো। বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী কাউন্সিলের ৫৫-তম বৈঠকের শেষে একথা জানান। কাউন্সিলের পরবর্তী বৈঠকের আগে জানুয়ারিতে মন্ত্রীগোষ্ঠীর আলোচনায় এ নিয়ে কথা হবে।

নির্মলা সীতারামনের পৌরোহিত্যে এদিনের জিএসটি কাউন্সিলের বৈঠকে অন্য বেশ কয়েকটি পণ্যের উপর করের হারের পরিবর্তন আনা হয়েছে। নুন-মশলা মাখানো পপকর্ন বা ভুট্টাভাজার উপর ৫ শতাংশ জিএসটি চাপছে। প্যাকেট করার আগে ভুট্টাদানার উপর ১২ শতাংশ জিএসটি এবং ক্যারামেল কোটেড পপকর্নের উপর ১৮ শতাংশ জিএসটি চাপছে।

ফর্টিফায়েড রাইস কার্নেলের উপর জিএসটির হার কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আগে এটা ছিল ১৮ শতাংশ। নির্মাণকার্যে ব্যবহৃত এসিসি ব্লক, যেখানে ৫০ শতাংশ ফ্লাই অ্যাশ বা তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য ছাই ব্যবহার করা হয়, তাতে ১২ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে। আগে যা ছিল ১৮ শতাংশ।

ব্যবহৃত গাড়ি বা বিদ্যুৎচালিত গাড়িতে জিএসটির পরিমাণ ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়েছে। এই হার যে কোনও তেলচালিত পুরনো অথবা ব্যবহৃত গাড়ি এবং বিদ্যুৎচালিত গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে