নিউ দিল্লি, ৩১ জানুয়ারি: আজ, বুধবার রাজধানী দিল্লিতে ফের পারদ নামতেই স্বাভাবিক জনজীবন ব্যাহত। ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে দিল্লি। দেরিতে চলছে ৫১টি বিমান ও বহু ট্রেন। বিমানবন্দরে অপেক্ষা করছেন বহু যাত্রী। রেল স্টেশনগুলিতেও কাতারে কাতারে যাত্রীরা দাঁড়িয়ে আছেন। বেশ কয়েকটি বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। আবহাওয়া ভালো হওয়ার অপেক্ষায় আছে আরও বহু উড়ান। একটি ফ্লাইট নজরদারি ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ৫১টি বিমান দেরিতে চলছে। এবং আরও ১১টি বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। দিল্লি বিমানবন্দর থেকে বেরিয়ে আসা একজন যাত্রী সংবাদ সংস্থাকে জানিয়েছেন,” আমি গোয়া থেকে বিমানে উঠি। কুয়াশার কারণে আমার বিমাটি প্রায় তিন ঘন্টা দেরি করেছে। আমি ভাবিনি যে, আমাকে দিল্লিতে পৌঁছতে এত দেরি হবে।”
এদিকে, ইন্ডিগোর যাত্রী পরিবহন সংস্থা যাত্রীদের সচেতন করতে এক্স হ্যান্ডেলে একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছে। সংস্থাটি সেই পোস্টে জানিয়েছে, দিল্লি ও চন্ডিগড়ের বিমানের উড়ান ও অবতরণের সময় নির্ভর করছে আবহাওয়ার ভালোমন্দের ওপর। সেজন্য বিমানের ওঠা নামার সময়ে দেরি হতে পারে। এজন্য বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে http://bit.ly/2EjJGGT-ইন্ডিগোর এই ওয়েবসাইটে বিমানের অবস্থান দেখে নেওয়ার অনুরোধ করা হয়েছে। ইন্ডিগো তার এক্স হ্যান্ডেলে কয়েকটি বিমানের সময়সূচি পরিবর্তনের বিষয়ে জানায়, দিল্লি বিমানবন্দরে ইন্ডিগোর পাঁচটি উড়ান মঙ্গলবার রাত ৯টার পরিবর্তে বুধবার সকাল ৭টা করা হয়েছে। এছাড়া তিনটি বিমান জয়পুরে এবং আরও দুটি মুম্বই এবং আহমেদাবাদে যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।