• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

পাক জঙ্গি নিকেশে উপত্যকায় মোতায়েন ৫০০ প্যারা এসএফ কমান্ডো

জম্মু, ২০ জুলাই– সীমান্তের ওপার থেকে প্রায় ৫০-৫৫ জঙ্গি জম্মুতে ঢুকে গা-ঢাকা দিয়ে রয়েছে বলে সেনাবাহিনীর কাছে খবর রয়েছে৷ আত্মগোপন করে থাকা সেই পাকিস্তানি জঙ্গিদের নিকেশ করতেই জম্মুতে প্যারা স্পেশ্যাল ফোর্স বা প্যারা এসএফের ৫০০ কমান্ডোকে মোতায়েন ভারতীয় সেনাবাহিনী৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সম্প্রতি কাশ্মীর উপত্যকায় যে ভাবে জঙ্গি কার্যকলাপ দেখা গিয়েছে, তাতে চিন্তা

জম্মু, ২০ জুলাই– সীমান্তের ওপার থেকে প্রায় ৫০-৫৫ জঙ্গি জম্মুতে ঢুকে গা-ঢাকা দিয়ে রয়েছে বলে সেনাবাহিনীর কাছে খবর রয়েছে৷ আত্মগোপন করে থাকা সেই পাকিস্তানি জঙ্গিদের নিকেশ করতেই জম্মুতে প্যারা স্পেশ্যাল ফোর্স বা প্যারা এসএফের ৫০০ কমান্ডোকে মোতায়েন ভারতীয় সেনাবাহিনী৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সম্প্রতি কাশ্মীর উপত্যকায় যে ভাবে জঙ্গি কার্যকলাপ দেখা গিয়েছে, তাতে চিন্তা বেডে়ছে নিরাপত্তা বাহিনীর৷ এই পরিস্থিতিতে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে উপত্যকায় মোতায়েন করা বাহিনীও পুনর্বিন্যাস করা হচ্ছে৷ জম্মুতে আগে থেকেই জঙ্গি দমনের জন্য রাষ্ট্রীয় রাইফেলসের দু’টি বাহিনী রোমিও ও ডেলটা মোতায়েন রয়েছে৷ সঙ্গে আরও সশস্ত্র বাহিনী রয়েছে৷ তার সঙ্গে এ বার আরও ৫০০ প্যারা এসএফ কমান্ডো মোতায়েন করা হল উপত্যকায়৷

সাম্প্রতিককালে একের পর এক জঙ্গি হানায় রক্তাক্ত হয়েছে জম্মু ও কাশ্মীর৷ শহিদ হয়েছেন সেনা জওয়ানরা৷ সেনা সূত্রে জানা গিয়েছে, গত ৩২ মাসে শহিদ হয়েছেন ৪৮ জন জওয়ান৷ এই সমস্ত হামলার ঘটনায় ব্যবহার করা হয়েছে ২০২১ সালে আফগানিস্তানে ফেলে যাওয়া আমেরিকার সেনার অস্ত্র৷ এই সমস্ত জঙ্গিদের ট্রেনিং দিচ্ছে পাকিস্তান সেনার প্রাক্তন অফিসাররাই৷ চলতি জুলাই মাসে জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় নিহত জঙ্গিদের কাছ থেকে পাওয়া গিয়েছিল আমেরিকায় তৈরি এম৪ কার্বাইন৷ পাকিস্তানের এলিট কমান্ডো বাহিনী ‘স্পেশ্যাল সার্ভিস গ্রুপ’-এর প্রাক্তন অফিসারেরাই আমেরিকার ফেলে যাওয়া অত্যাধুনিক অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে জঙ্গিদের৷ সেনার বক্তব্য, ২০২১ সালে আমেরিকা যে সব বুলেট আফগানিস্তানে ফেলে এসেছিল, সেগুলিই পুঞ্চ হামলায় ব্যবহূত হয়েছে৷

আর তাই এবার জঙ্গিদের চিরুনী তল্লাশি চালিয়ে নিকেশ করতে মোতায়েন করা হল এই ৫০০ প্যারা এসএফ কমান্ডো৷  শুধু জঙ্গি নিকেশই নয়, পাশাপাশি কাশ্মীর উপত্যকায় যে সব জায়গা থেকে জঙ্গিদের মদত দেওয়া হচ্ছে বলে সন্দেহ রয়েছে, সেগুলিও বন্ধ করতে নজরদারি আরও জোরদার করছে সেনাবাহিনী৷ জম্মুতে ইতিমধ্যেই এক ব্রিগেড জওয়ান মোতায়েন রাখা হয়েছে৷ সাধারণত, এক একটি ব্রিগেডে জওয়ানের সংখ্যা ৩-৫ হাজারের মধ্যে ঘোরাফেরা করে৷ কয়েকটি ব্যাটেলিয়ন নিয়ে তৈরি হয় একটি ব্রিগেড৷ পাক মদতপুষ্ট জঙ্গি কার্যকলাপ রুখতে জম্মুতে যে ব্রিগেড মোতায়েন হয়েছে, তাতে রয়েছেন সাডে় তিন থেকে চার হাজার জওয়ান৷