যোগীরাজ্যে রেহাই পেল না পাঁচ বছরের শিশুও। টিফিনে আমিষ খাবার আনার অপরাধে স্কুল থেকে সাসপেন্ড করা হল ওই খুদে পড়ুয়াকে। নার্সারির খুদে পড়ুয়াকে স্কুল থেকে সাসপেন্ড করার অভিযোগ উত্তরপ্রদেশের স্কুলেরই প্রিন্সিপালের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে পড়ুয়ার মা প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে গেলে কার্যত হুমকির স্বরে তাঁকে বলা হয়, ‘এমন পড়ুয়াদের স্কুলে পড়ানো হবে না, যারা বড় হয়ে মন্দির ভাঙতে পারে।’ শিক্ষক দিবসের দিনই এই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের আমরোহা জেলার একটি স্কুলে। স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ, অনৈতিক কারণে শিশুটিকে সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ। স্কুল পড়ুয়া ওই শিশুর মায়ের সঙ্গে স্কুলের প্রিন্সিপালের উত্তপ্ত বাক্য বিনিময়ের ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, ওই পড়ুয়া স্কুলে প্রতিদিন আমিষ টিফিন নিয়ে আসে। সে তার টিফিন সকলের সঙ্গে শেয়ারও করে। প্রিন্সিপালের আরও অভিযোগ, ওই খুদে পড়ুয়া তার ক্লাসের বাকি পড়ুয়াদের বলে, আমিষ খাবার খাইয়ে সে সবাইকে হিন্দু থেকে মুসলিমে ধর্মান্তরিত করবে। এর ফলে স্কুলে ধর্মবিরোধী মানসিকতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আমরোহার হিল্টন কনভেন্ট স্কুলের প্রিন্সিপাল। স্কুলের প্রিন্সিপাল সাফ জানান, স্কুলে আমিষ খাওয়ার মতো ‘কুশিক্ষা’ তিনি ছড়িয়ে পড়তে দিতে পারেন না।
পড়ুয়া শিশুটির মায়ের অভিযোগ, স্কুলের এক পড়ুয়া তাঁর সন্তানকে মারধর করলেও স্কুল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ করেনি। সেই বিষয়টি ধামা চাপা দিতেই অযৌক্তিক কারণ দেখিয়ে শিশুটিকে সাসপেন্ড করা হয়।
সমস্ত ঘটনা স্কুল ইন্সপেক্টরকে জানানো হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওকে হাতিয়ার করে তদন্ত শুরু করেছে পুলিশ।