ঘোরার মজা দ্বিগুন যদি কিছু বাচে

বাঙালীর বারে মাসে তেরো পার্বণ৷ যারা ঘুরতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে ছুটি ছোট হোক কিংবা বড়, ঘোরার অজুহাত মাত্র৷ কিন্তু ভ্রমণের মজার সঙ্গে পকেটটাও তো খেয়াল রাখতে হয়৷  ঘোরাঘুরিতে খরচ তো থাকবেই৷ তবে বাজেটের মধ্যে ঘোরাঘুরি সারতে পারলে তা অনেক বেশি আনন্দের এবং স্বস্তির৷ তাই আজ আপনাদের জানাই এমন ৫ ট্রিক্স যা খেয়াল রাখলে বেড়ানোটা হবে একদম বাজেটে৷
দামি খাবারকে না
কোথাও বেড়াতে গেলে সেখানকার বিখ্যাত খাবার নিশ্চয়ই চেখে দেখবেন৷ তবে সেই খাবার যে সব সময় অভিজাত রেস্তোরাঁতেই খেতে হবে, তা কিন্ত্ত না৷ সাধারণ মানের রেস্তোরাঁয় খেলে খাবার খরচ কমে আসবে৷ আর যে রেস্তোরাঁতেই খান না কেন, অ্যাপেটাইজার (ক্ষুধা-উদ্রেককারী খাদ্য বা পানীয়) বর্জন করার চেষ্টা করুন৷ আর এমন খাবার বেছে নিন, যা খেলে লম্বা সময় ক্ষিদে লাগে না৷ দর্শনীয় স্থানের সন্নিকটে খাবারদাবারের দাম একটু বেশি থাকে৷ এসব স্থান থেকে একটু দূরে খেতে যেতে পারেন৷
কম দামে বিমানের টিকিট পাওয়ার ৫ উপায়
সঙ্গে কিছু খাবার রাখুন
লাগেজে কিছু শুকনা খাবার রাখুন৷ বিদেশে গেলে ভিনদেশি মুদ্রায় এসব কিনতে যে বাড়তি খরচটা হতো, বেঁচে যাবে৷ আর হুটহাট ক্ষিদে পেয়ে গেলে মেটানোও যাবে৷ দেশেও অপ্রচলিত স্থানে গেলে সহজে খাবারটাও পেয়ে যাবেন৷
বুঝেশুনে ‘প্যাকেজ’ নিন
রিসোর্টে থাকা এবং খাওয়াদাওয়ার সুবিধা নিয়ে থাকলেও কিন্ত্ত আপনি শেষমেশ বাড়তি খরচের চাপে পড়তে পারেন৷ কীভাবে? ধরুন, খাবার খরচসহ থাকার জায়গা বুকিং দিয়েছেন৷ কিন্ত্ত ওখানে গিয়ে স্থানীয়দের অন্য ধাঁচের কোনো মজাদার খাবার দেখে আর নিজেকে সামলাতে পারলেন না৷ খরচ করে খেয়ে নিলেন সেই খাবার৷ ওদিকে রিসোর্টে ওই বেলার খাবার খরচটাও কিন্ত্ত আপনাকে ঠিকই দিতে হচ্ছে৷
যাতায়াতে মিতব্যয়ী হোন
কোনো কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে আপনি তুলনামূলক কম ‘ব্যস্ত’ বিমানবন্দর বেছে নেওয়ার সুযোগ পাবেন, আর সেখান থেকে আপনার গন্তব্য শহরটিতে যাওয়ার জন্য মানসম্মত গণপরিবহনও পাওয়া যেতে পারে৷ কম ‘ব্যস্ত’ বা কম জনপ্রিয় বিমানবন্দরে যেতে খরচটা একটু কম পড়বে৷ আর গণপরিবহনের খরচ তো কমই৷ তাই কোথাও যাওয়ার আগে সেখানকার যাতায়াত ব্যবস্থা এবং খরচ সম্পর্কে ভালোভাবে জেনে নিন৷ বেঁচে যাবে অনাকাঙ্ক্ষিত খরচ৷ দেশে বেড়ানোর ক্ষেত্রেও ভাড়া গাড়ির চেয়ে স্থানীয় পরিবহন ব্যবহার করুন৷
উপহারে অপচয় নয়
ঘুরতে গিয়ে অনেকেই আত্মীয়-স্বজন বা বন্ধুদের জন্য বাহারি উপহার কেনেন৷ এতেও কিন্ত্ত অনেকটা খরচ হয়৷ না, না, উপহার কিনতে না করছি না৷ বরং কম খরচে উপহার কেনার উপায় বাতলে দিচ্ছি৷ দামি দোকান থেকে সু্যভেনির কেনার চাইতে স্থানীয় বাজার থেকে কেনাকাটা করতে পারেন৷ উপহার হিসেবে এগুলো দারুণ৷ খরচও পড়ে কম৷ তা ছাড়া স্থানীয় মানুষের তৈরি হস্তশিল্পসামগ্রী সরাসরি তাঁদের কাছ থেকে কেনার সুযোগ পেলে সেটাও কাজে লাগাতে পারেন৷