ছত্তিশগড়ের একটি স্কুলে পাঁচ পড়ুয়ার অদ্ভুত কাণ্ড! স্কুলের এক শিক্ষিকাকে পছন্দ না হাওয়ায় বোমা মেরে উড়িয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর পরিকল্পনা। আর সেটা কার্যকরী করতে গিয়েই হঠাৎ বিস্ফোরণ। ভয়াবহ এই বিস্ফোরণে চতুর্থ শ্রেণীর এক পড়ুয়া আহত হয়েছে। বিলাসপুরের মাংলা এলাকার এক বেসরকারি স্কুলের ঘটনা। এই ঘটনায় অভিযুক্তরা সকলেই অষ্টম শ্রেণীর পড়ুয়া। পাঁচজনের মধ্যে তিনজনই আবার ছাত্রী। বাকিরা ছাত্র। পুলিশ অভিযুক্ত চার পড়ুয়াকে গ্রেপ্তার করলেও এখনও একজন অধরা। আত্মীয়ের বাড়িতে চম্পট দিতেই তাকে এখনও গ্রেপ্তার করা যায়নি।
জানা গিয়েছে, স্কুলের এক শিক্ষিকাকে তাদের ঘোরতর অপছন্দ ছিল। সেজন্য তারা স্কুলে বিস্ফোরণ ঘটানোর ছক কষে। আর সেই ষড়যন্ত্র কার্যকর করতে অনলাইন ভিডিও টিউটোরিয়ালের স্মরণাপন্ন হয়। একটি ভিডিও থেকে কিভাবে সোডিয়াম মেটাল বানাতে হবে, তা তারা শিখে নেয়। এরপর এক আত্মীয়ের আইডি ব্যবহার করে অনলাইনে বিস্ফোরক দ্রব্য ক্রয় করে এক পড়ুয়া।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ধাতু জলের সংস্পর্শে এলেই বিস্ফোরণ হয়। ফলে স্কুলের শৌচাগারের সিস্টার্নের ভিতরে এমনভাবে সেটা রেখে দেওয়া হয়, যাতে ফ্লাশ করলেই বিস্ফোরণ ঘটে। যথারীতি গত ২১ ফেব্রুয়ারি চতুর্থ শ্রেণীর এক ছাত্রী শৌচাগারে গিয়ে ফ্লাশ করতেই বিস্ফোরণ ঘটে। তার ফলে সে মারাত্মকভাবে জখম হয়।