মহাকুম্ভ থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। বিহারের মুজফফরপুর জেলার মধুবনি বাইপাসে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় একটি গাড়ি। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে পাঁচবার পাল্টি খায় এসইউভি গাড়িটি। এই সড়ক দুর্ঘটনায় ৫ নেপালি নাগরিক নিহত ও ৪ জন আহত হয়েছেন। অভিযোগ, বাইক চালকদের স্টান্টবাজি এড়াতে গিয়েই ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। শনিবার এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পরপরই শত শত মানুষ ঘটনাস্থলের কাছে জড়ো হয়ে যান। দুমড়ে-মুচড়ে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়। গাড়িটি থাকা পুণ্যার্থীদের উদ্ধার করে শ্রীকৃষ্ণ মেমোরিয়াল মেডিক্যাল কলেজ ও হাসপাতালেন নিয়ে যাওয়া হলে ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মুজাফফরপুর গ্রামীণের পুলিশ সুপার বিদ্যা সাগর, মুজফফরপুর শহরের পুলিশ সুপার বিশ্বজিৎ দয়াল, এসডিএম এবং অন্যান্য থানার আধিকারিকেরা।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ৫ জন মারা গিয়েছেন এবং গাড়িতে থাকা আরও ৪ আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, মধুবনি বাইপাসে এক বাইক চালক বাইকের কসরত দেখাচ্ছিলেন। সেই স্টাটবাজি এড়াতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং সোজা গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে।
নিহতদের মধ্যে তিনজন মহিলা এবং দু’জন পুরুষ রয়েছেন। নিহতদের নাম – অর্চনা ঠাকুর, ইন্দু দেবী, মন্তার্নি দেবী, বাল কৃষ্ণ ঝা। আহতদের মধ্যে রয়েছেন – মনোহর ঠাকুর, সৃষ্টি ঠাকুর, কামনী ঝা, দেবতরন দেবী।
একজন পথচারী জানিয়েছেন, এক বাইক আরোহী রাস্তায় স্টান্ট করছিল। সেই সময় দ্রুতগামী গাড়িটি পিছন থেকে চলে আসে। বাইক আরোহীর সঙ্গে সংঘর্ষ এড়াতে চালক হঠাৎ ব্রেক কষলে গাড়িটি একাধিকবার উল্টে যায়। পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট বিনীতা সিং জানিয়েছেন, আহতরা সকলেই নেপালের জনকপুরের বাসিন্দা। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় স্নান করে নেপালে ফিরছিলেন। দুর্ঘটনার সময় গাড়িটিতে ৯ জন ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন মহিলা-সহ পাঁচ জনের।
স্থানীয়দের দাবি, যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, সেখানে আন্ডারপাস তৈরি করতে হবে। পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা এয়ারব্যাগ সময়মতো না খোলায় দুর্ঘটনার প্রভাব আরও মারাত্মক হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি পুরো দুমড়ে-মুচড়ে গিয়েছে। সমস্ত জানলার কাঁচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। শুধু তাই নয়, একটি চাকা ভেঙে গাড়ির ভিতরে ঢুকে যায়।