৪জি-তে বিশ্বে সবচেয়ে কম স্পিড ভারতে, অনেক এগিয়ে রয়েছে পাকিস্তান
SNS
ভারত ডিজিটাল হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায় সব মঞ্চেই দেশকে সেই দিশাই দেখাচ্ছেন। ঢক্কানিনাদ নাহাত কম নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, ভারতে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ।
এমনকি ৪-জি পরিষেবার স্পিডে কয়েক যোজন এগিয়ে রয়েছে পাকিস্তান, অলজিরিয়া, কাজাখস্তান এবং টিউনিশিয়া। মোবাইল অ্যানালিটিক্স সংস্থা ওপেন সিগন্যালের রিপোর্ট বলছে, ৮৮ দেশের মধ্যে সবচেয়ে স্লো ভারতের ৪জি ইন্টারনেট স্পিড।
গড়ে ভারতের ৪জি স্পিড বলা হয় ৬ এমবিপএস। কিন্তু বাস্তবে তার থেকেও কম। সেখানে পাকিস্তানে দ্বিগুণেরও বেশি, ১৪ এমবিপএস। সবচেয়ে দ্রুত ইন্টারনেট পরিষেবা সিঙ্গাপুরে।
৪জিতে সিঙ্গাপুরে ডাউনলোড স্পিড ৪৪ এমবিপএস। তারপরই রয়েছে নেদারল্যান্ডস, নরওয়ে ও দক্ষিণ কোরিয়া। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ভোডাফোন বা আইডিয়ার মত সংস্থাগুলি ভারতে ব্যপক ক্ষতির মুখে পড়েছে। এ দেশে একমাত্র ৪-জি পরিষেবা দিতে পারছে রিলায়েন্স।