মে মাসে হিট স্ট্রোকে মৃতু্য ৪৬ জনের

দিল্লি– শুধু দিল্লি নয়, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের মানুষ গরমে অতিষ্ঠ৷ কোথাও কোথাও তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে৷ গত বুধবারই সবচেয়ে বেশি গরম পডে়ছিল দিল্লিতে৷
উত্তর-পূর্ব ভারতের একাধিক জায়গায় চলছে বৃষ্টিপাত৷ তবে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত৷ তীব্র গরম এবং তাপপ্রবাহের জেরে বাড়ছে হিট স্ট্রোকের সংখ্যাও৷ সরকারি তথ্য অনুযায়ী, গত তিন মাসে হিট স্ট্রোকের কারণে মৃতের সংখ্যা ৫৬৷ তার মধ্যে ৪৬ জনের মৃতু্য হয়েছে মে মাসেই৷

জানা গিয়েছে, হিট স্ট্রোকে সবচেয়ে বেশি মৃতু্য হয়েছে মধ্যপ্রদেশে (১৪)৷ তার পরেই রয়েছে মহারাষ্ট্র (১১)৷ পাশাপাশি অন্ধ্রপ্রদেশে ছ’জন এবং রাজস্থানে পাঁচ জনের মৃতু্য হয়েছে৷ সরকারি তথ্য বলছে, ১ মার্চ থেকে ২৪ হাজার ৮৪৯টি হিট স্ট্রোকের ঘটনা ঘটেছে৷ তার মধ্যে মে মাসেই ১৯ হাজারের বেশি ঘটনা রিপোর্ট করা হয়েছে৷

মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি হিট স্ট্রোকের (৬,৫৮৪) ঘটনা ঘটেছে৷ রাজস্থানে হিট স্ট্রোকের সংখ্যা ৪,৩৫৭টি৷ এ ছাড়াও অন্ধ্রপ্রদেশে ৩,২৩৯, ছত্তীসগঢ়ে ২,৪১৮, ঝাড়খণ্ডে ২,০৭৭ এবং ওডি়শায় ১,৯৯৮টি হিট স্ট্রোকের ঘটনা রিপোর্ট করা হয়েছে৷


ভারতীয় মৌসম ভবন (আইএমডি) জানিয়েছে, এপ্রিলে তাপপ্রবাহের দু’টি স্পেল লক্ষ করা গিয়েছে৷ এপ্রিলের ৫ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত পূর্ব এবং দক্ষিণ-পূর্ব ভারতের মানুষ তাপপ্রবাহ অনুভব করেছেন৷ সেই মাসের ১৫ থেকে ৩০ তারিখ ওডি়শা, পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে তাপপ্রবাহ বইয়েছে৷ মে মাসেও দেশের কয়েকটি জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় ছিল৷

শুধু দিল্লি নয়, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের মানুষ গরমে অতিষ্ঠ৷ কোথাও কোথাও তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে৷ গত বুধবারই সবচেয়ে বেশি গরম পডে়ছিল দিল্লিতে৷ যা দেশের সর্বকালের সর্বোচ্চ বলে মনে করা হচ্ছে৷ দেশে এর আগে এত গরম কখনও রেকর্ড করা হয়নি৷ চিকিৎসকেরা জানাচ্ছেন, হিট স্ট্রোক মূলত দুই রকমের হয়৷ ‘এগজ়রশনাল’ অর্থাৎ, তীব্র রোদে দীর্ঘ ক্ষণ ঘোরাঘুরি বা পরিশ্রমের কারণে হিট স্ট্রোক এবং ‘ক্লাসিক বা নন এগজ়রশনাল’ অর্থাৎ, ঘরে থেকেও যে হিট স্ট্রোক হয়৷
অন্যদিকে উত্তরপ্রদেশে তাপপ্রবাহের জেরে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এক দিনেই মৃতু্য হয়েছে ৩৩ জন ভোটকর্মীর৷ এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নভদীপ রিনওয়া৷ মৃতদের মধ্যে যেমন রয়েছেন হোমগার্ড, এ ছাড়াও ভোটের বিভিন্ন কাজে জডি়ত কর্মীরাও৷

লোকসভা নির্বাচনের শেষ দফা ছিল শনিবার৷ এই দফায় উত্তরপ্রদেশের ১৩টি আসনে ভোট হয়েছে৷ একেই উত্তর ভারত জুডে় তাপপ্রবাহ চলছে৷ আর সেই তাপপ্রবাহের মধ্যে হয়েছে ভোট৷ ফলে প্রচণ্ড গরমে ভোটার থেকে ভোটকর্মীরা অনেকেই অসুস্থ হয়ে পডে়ন৷ বহু ভোটকর্মী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন৷ আগের দফাগুলিতেও অসুস্থতা এবং মৃতু্যর মতো ঘটনা ঘটেছে এই রাজ্যে৷ শেষ দফাতেও সেই ছবির ব্যতিক্রম হল না৷ গরমে অসুস্থ হয়ে মৃতু্য হয়েছে ৩৩ ভোটকর্মীর৷

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সমস্ত জেলাশাসককে ভোটকর্মীর মৃতু্য সংক্রান্ত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে৷ এ ছাড়াও জেলা প্রশাসনগুলিকে মৃতু্যর কারণ খতিয়ে দেখে রিপোর্ট পাঠাতেও নির্দেশ দেওয়া হয়েছে৷ যে সব ভোটকর্মীর মৃতু্য হয়েছে, তাঁদের পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে৷

ভোটের কাজে যোগ দিতে যাওয়ার আগেই উত্তরপ্রদেশের মির্জাপুরে ১৩ জন জন ভোটকর্মীর মৃতু্য হয়েছিল শুক্রবার৷ প্রত্যেকেরই উচ্চ রক্তচাপ এবং জ্বরের উপসর্গ ছিল৷ ১৩ ভোটকর্মীর মধ্যে ন’জন হোমগার্ড ছিলেন৷ শুধু উত্তরপ্রদেশই নয়, শুক্রবার বিহার প্রশাসন জানিয়েছিল, ৪৮ ঘণ্টায় ১৮ জন ভোটকর্মীর মৃতু্য হয়েছে৷