• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

দেশ ছেড়ে আরবে ৪,৩০০ জন ভারতীয় কুবের

দিল্লি, ১৯ জুন– দেশের মোহ কাটছে ভারতীয় কুবেরদের৷ দেশ ত্যাগ করে বিদেশে ঘাঁটি গাড়ছেন তাদের অনেকেই৷ গত বছর যে সংখ্যা ছিল ৫ হাজার ১০০ জন৷ এবারে সেই সংখ্যাটা কিছুটা কমে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৩০০! আন্তর্জাতিক বিনিয়োগ অভিবাসন উপদেষ্টা সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, চলতি বছরে ভারতের প্রায় ৪ হাজার ৩০০ জন ‘মিলিয়নেয়ার’

দিল্লি, ১৯ জুন– দেশের মোহ কাটছে ভারতীয় কুবেরদের৷ দেশ ত্যাগ করে বিদেশে ঘাঁটি গাড়ছেন তাদের অনেকেই৷ গত বছর যে সংখ্যা ছিল ৫ হাজার ১০০ জন৷ এবারে সেই সংখ্যাটা কিছুটা কমে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৩০০!
আন্তর্জাতিক বিনিয়োগ অভিবাসন উপদেষ্টা সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, চলতি বছরে ভারতের প্রায় ৪ হাজার ৩০০ জন ‘মিলিয়নেয়ার’ ভারত ছেডে় সংযুক্ত আরব আমিরশাহীতে নিজেদের ভবিষ্যত ঠিকানা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷
ভারতীয় কুরেরদের দেশত্যাগের এই প্রবণতা যে দেশের জন্য মোটেই ভালো না তা বলার অপেক্ষা রাখে না৷ বিশেষ করে এই প্রবণতা সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে তা মেনে নিচ্ছেন অর্থনীতিবিদরা৷ একটি সর্ব ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যাঁরা দেশ ছেডে় চলে যাচ্ছেন, তাঁদের সিংহভাগ অংশই নিজেদের ব্যবসায়িক স্বার্থে দেশ ছাড়ছেন৷ রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে, নিরাপত্তা, আর্থিক বিবেচনা, ট্যাক্সের সুবিধা, ব্যবসার সুযোগ, জীবনযাপনের অনুকূল পরিবেশ, শিশুদের জন্য শিক্ষার সুযোগ, স্বাস্থ্য পরিষেবা এবং সামগ্রিকভাবে জীবনযাত্রার মান সহ বিভিন্ন কারণেই সারা বিশ্বের ধনী ব্যক্তিদের স্থায়ী ঠিকানা হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহী৷
কুবেরদের এই জন্মভূমি ত্যাগের পেছনের কারণ জানাতে গিয়ে আন্তর্জাতিক বিনিয়োগ অভিবাসন উপদেষ্টা সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের দাবি, সংযুক্ত আরব আমীরশাহী হয়ে উঠেছে বিনিয়োগের আদর্শ জায়গা৷ যাঁরা বিনিয়োগকারীদের ২৪ ঘণ্টা বিভিন্ন পরিষেবা দিয়ে থাকেন৷ ব্যাঙ্কগুলিও প্রয়োজনীয় সহযোগিতা করে থাকে৷ আমীরশাহীকে তাদের বসবাস এবং ব্যবসার জন্য উপযুক্ত মনে করেই এই সিদ্ধান্ত ভারতীয় ব্যবসায়ীদের৷
তবে শুধু ভারতেই এই সমস্যা দেখা দেয়নি৷ দেখা দিয়েছে বেশ কিছু অন্য দেশেও৷ রিপোর্টে বলা হয়েছে, ‘শুধু বিনিয়োগে উৎসাহ দেওয়াই নয়, কীভাবে বিনিয়োগকারীরা নিজেদের সম্পদ বৃদ্ধি করতে পারবেন নিরলসভাবে সেই পরামর্শও দেওয়া হয় আরবে৷ যেকারণে চলতি বছরে শুধু ভারত নয়, সারা বিশ্ব থেকে প্রায় ১ লাখ ২৮ হাজার ধনী এই দেশে স্থানান্তরিত হতে চলেছেন৷’