ধূলিসাৎ হয়ে গেল ৪০০ বছরের পুরোনো দুর্গ। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন ৯ জন। মধ্যপ্রদেশের দাতিয়ার খালকাপুরায় গত প্রায় দুদিন ধরে টানা বৃষ্টির জেরে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোরে দুর্গের দেওয়াল ভেঙে পড়ায় আশেপাশের বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন পুলিশ ও প্রশাসনিক কর্মীরা। ধ্বংসস্তূপ থেকে ৭ জনের মৃতদেহ উদ্ধার হয়। ২ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪০০ বছরের পুরোনো এই দুর্গটি তৈরী করেছিলেন দাতিয়ার রাজা। কিন্তু দেখাশুনো অভাবে ভগ্নদশায় পরিণত হয় এই দুর্গ। গত ৩৬ ঘন্টার টানা বৃষ্টিতে বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ সশব্দে দুর্গের একাংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে যান আশেপাশের বাড়ির বাসিন্দারা। অনেকে দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু দুর্ঘটনা এড়াতে পারেননি ৯ জন। তাঁরা ওই ভেঙে পড়া অংশের নিচে চাপা পড়ে যান।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার, জেলা শাসক, এসডিপিও-র মতো পুলিশ ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্তাব্যক্তিরা। সরু গলি রাস্তা পেরিয়ে দুর্ঘটনাস্থলের কাছে পৌঁছতে বেগ পেতে হয় এসএসডিআরএফকেও। উদ্ধারকারীরা প্রথমে ৩ জনের দেহ উদ্ধার করেন। পরে ২ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। এরপর আরও ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে একই পরিবারের ৫ জন। বাকি ২ জনও তাঁদেরই আত্মীয়।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাস্থলে আর কেউ আটকে নেই। সরু রাস্তায় দুর্গের বড় বড় পাথর ভেঙে পড়ায় জেসিবি গাড়ির সাহায্যে তা সরানোর কাজ করেন উদ্ধারকারী দল।