গড়চিরোলি, ১৯ মার্চ – লোকসভা ভোটের মুখে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হাতে নিহত চার মাওবাদী। নিহতরা মাওবাদী তেলেঙ্গানা স্টেট কমিটি অফ মাওয়িস্ট দলের সদস্য বলে পুলিশ মূত্রে খবর। তেলেঙ্গানা সীমান্ত থেকে মহারাষ্ট্রে ঢোকার ছক কষেছিল মাওবাদীরা। গড়চিরোলি এলাকায় মহারাষ্ট্র পুলিশের সঙ্গে গুলির লড়াই চলাকালীন চার মাওবাদী নিহত হয়।