জম্মু ও কাশ্মীরে বড়সড় দুর্ঘটনা। জম্মু ও কাশ্মীর সরকারের আধিকারিকদের মতে, কিশতওয়ার জেলার মাসু-পাদ্দার এলাকায় ৬ যাত্রী বহনকারী একটি গাড়ি গভীর খাদে পড়ে অন্তত ৪ জন নিহত হয়েছে।
শনিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। গাড়ির চালক-সহ নিখোঁজ দুই ব্যক্তিকে খুঁজে বের করতে উদ্ধারকারী দল এখনও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। দুঃখ প্রকাশ করে, কেন্দ্রীয় মন্ত্রী এবং উধমপুরের সাংসদ জিতেন্দ্র সিং টুইটারে একটি পোস্টে লিখেছেন, গাড়িতে থাকা ৪ জন যাত্রীকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছে জেনে আমি দুঃখিত। চালক ও অপর এক ব্যক্তির এখনও খোঁজ মেলেনি। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।
জিতেন্দ্র সিং জানান, তিনি উদ্ধার কাজ ত্বরান্বিত করতে কিশতওয়ারের জেলাশাসক রাজেশ কুমার শাবনের সঙ্গে যোগাযোগ করেছেন। উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। ঘটনাস্থল থেকে পাওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মীরা একটি খাদ থেকে একটি দেহ বের করছেন। আধিকারিকরা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সম্পর্কে এখনও তথ্য প্রকাশ করেনি।
এর আগে মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মেনধারের বালনোই এলাকায় একটি সেনা গাড়ি পথ হারিয়ে খাদে পড়ে যায়। পাঁচ সেনা নিহত এবং আরও পাঁচজন আহত হয়। জম্মু ও কাশ্মীরে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রাজ্যের সড়ক নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন তুলেছে, যা পর্যটকদের উদ্বেগও বাড়িয়ে দিয়েছে।