• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে জলে ডুবে মৃতু্য চার কিশোরের

মুম্বই, ২২ মে– বনভোজনে যাওয়া কাল হল চার বন্ধু৷ প্রাণ গেল বাঁধের জলে, বরাত জোরে বেচেছে পঞ্চম জনের৷ বাঁধের ধারে বনভোজনে গিয়েছিল পাঁচ বন্ধু৷ সাঁতার কাটবে বলে জলেও নেমেছিল দুই কিশোর৷ জলে ডুবে যেতে শুরু করে তারা৷ দুই বন্ধুকে বাঁচাতে বাকি তিন কিশোরও জলে ঝাঁপিয়ে পডে়৷ কিন্ত্ত তারাও নিজেদের সামলাতে না পেরে ডুবে যায়৷ ঘটনাটি

people watch rescuers on a boat search a river after a tourist boat capsized Sunday night in Malappuram, Kerala, India, Monday, May 8, 2023. More than a dozen were killed. (AP Photo/P.P. Afthab)

মুম্বই, ২২ মে– বনভোজনে যাওয়া কাল হল চার বন্ধু৷ প্রাণ গেল বাঁধের জলে, বরাত জোরে বেচেছে পঞ্চম জনের৷ বাঁধের ধারে বনভোজনে গিয়েছিল পাঁচ বন্ধু৷ সাঁতার কাটবে বলে জলেও নেমেছিল দুই কিশোর৷ জলে ডুবে যেতে শুরু করে তারা৷ দুই বন্ধুকে বাঁচাতে বাকি তিন কিশোরও জলে ঝাঁপিয়ে পডে়৷ কিন্ত্ত তারাও নিজেদের সামলাতে না পেরে ডুবে যায়৷ ঘটনাটি মঙ্গলবার মহারাষ্ট্রের নাসিক জেলার ভবালি বাঁধে ঘটেছে৷ মৃতদের নাম যথাক্রমে ইকসা দিলদার খান (১৪), নাজিয়া ইমরান খান (১৫), মিসবাহ দিলদার খান (১৬), আনস খান দিলদার খান (১৭) এবং হানিফ আহমেদ শেখ (১৪)৷
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ পাঁচ বন্ধু মিলে বনভোজন সারতে বাঁধের ধারে গিয়েছিল৷ গোসাবিওয়াডি় এলাকার বাসিন্দা তারা৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ৷ উদ্ধারকারী দলের কর্মীদের সঙ্গে স্থানীয়েরা হাত মিলিয়ে কিশোরদের উদ্ধার করেন৷ নিকটবর্তী হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হলে চার জনকে মৃত বলে ঘোষণা করেন সেখানকার চিকিৎসকেরা৷