দিল্লি, ২৬ আগস্ট— নির্বাচন কমিশনের কাছে পেশ করা দেশের প্রথমসারির রাজনৈতিক দলগুলির বার্ষিক আয়ের হিসাব বলছে বার্ষিক আয়ের ৩৬ শতাংশই গোপন সূত্রে। অর্থাৎ সেই আর্থিক সাহায্য বা অনুদান কোনো অজানা সূত্র থেকে পাওয়া গিয়েছে। এমনই তথ্য পেশ করেছে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সিপিএম, সিপিআই-সহ প্রথম সারির দলগুলি।
অজানা সূত্র বলতে বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলির মাথাপিছু চাঁদা, অনুদান যে সব ক্ষেত্রে ২০ হাজার টাকার কম। নির্বাচন কমিশনের চলতি নিয়ম হল, ২০ হাজার টাকা বা তার বেশি পরিমাণ চাঁদা দিলে তা চেক কিংবা অনলাইন মারফত দিতে হবে। এর চাইতে কম অঙ্কের টাকা চাঁদা, অনুদান দেওয়ার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
তবে এই রিপোর্টে এগিয়ে আছে কংগ্রেস। ২০২০- ২০২১ আর্থিক হিসেবে বলছে অজানা সূত্র থেকে আয়ের ক্ষেত্রে কংগ্রেস এগিয়ে বিজেপির থেকে। সনিয়া গান্ধির দলের অজানা সূত্র থেকে আয়ের পরিমাণ ছিল ১৭৮ কোটি টাকা। যা তাদের মোট আয়ের ৪১ শতাংশ। অন্যদিকে, বিজেপির আয়ের পরিমাণ ছিল ১০০ কোটি টাকা। যা তাদের মোট আয়ের ২৩ শতাংশ।