গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূলের স্টার ক্যাম্পেনার কারা, তার তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হল।
এই তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ যশবন্ত সিনহা, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলারিও, প্রাক্তন সাংসদ পবন কে ভার্মা, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল অ্যালিমাও, প্রাক্তন বিধায়ক কিরণ মোহন কান্দলকার, সাংসদ ডেরেক ও’ব্রায়ান, সাংসদ জহর সরকার , মন্ত্রী মানস ভুঁইয়া, সাংসদ প্রসুন ব্যানার্জি , মন্ত্রী মনোজ তিওয়ারি, প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়।
প্রাক্তন সাংসদ অশোক তানোয়ার, সাংসদ মহুয়া মৈত্র, প্রাক্তন সাংসদ কীর্তি আজাদ, সাংসদ সুস্মিতা দে, প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী, রাজ্য তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ, নাফিসা আলি সৌদি, আলভিটো ডি কুনহা, লিয়েন্ডার পেজ সহ তিরিশ জন স্টার ক্যাম্পেনার তৃণমূলের হয়ে গোয়ার নির্বাচনী প্রচারে থাকছেন।
এদিকে গোয়ার জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। সাতটি কেন্দ্রে নতুন করে প্রার্থী দিল তৃণমূল। এর আগে ১১ টি কেন্দ্রে প্রার্থী তালিকা দিয়েছিল তৃণমূল কংগ্রেস।