বিএসএফের অনুমতি নিয়ে বাংলাদেশের সীমান্তে গিয়ে বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশের হাতে গ্রেপ্তার হল ত্রিপুরার তিন যুবক। অভিযোগ, তাঁদের কথা না শুনেই বিজিবি তল্লাশি শুরু করে দেয়। যদিও তাঁদের তল্লাশি করে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। অবশেষে বিএসএফের হাতে তাঁদের তুলে দেওয়া হয় ওই তিন যুবককে।
পুলিশ সূত্রে খবর, বুধবার বিএসএফের কাছে অনুমতি নিয়ে মধুপুর থানাদিন দেবীপুর রাজারটিলা এলাকা হয়ে বাংলাদেশ সীমান্তে গিয়েছিল ওই তিন যুবক। দেখামাত্রই বিজিবি তাঁদের গ্রেপ্তার করে প্রথমে চণ্ডীদার বিওপি এবং তারপর কসবা থানায় নিয়ে যায়। এরপর ব্রাহ্মণবাড়িয়া থানায় নিয়ে গেলে তাঁদের তল্লাশি করা হয়। কিন্তু কোনও কিছুই মেলেনি।
এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বুধবার গভীর রাতে ওই তিনজনকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। রাতেই মিঞাপাড়া বিএসএফ মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। তারপর মধুপুর থানা পুলিশ তিনজনকে পরিবারের হাতে তুলে দেয়। এই ঘটনায় বিএসএফের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন সকলে।