বনভোজনে গিয়ে বাস দুর্ঘটনায় মৃতু্য তিন পড়ুয়ার, আহত বহু

কটক, ২৭ জানুয়ারি– কোচিং সেন্টারের তরফে ৫০ জনের বেশি পড়ুয়া নিয়ে বনভোজনের উদ্দেশে রওনা দেওয়ার কিছু ক্ষণ পর ঘটল দুর্ঘটনা৷ পড়ুয়ারা যে বাসে চেপে রওনা দিয়েছিল তার সঙ্গে একটি ট্রাকের জোরে ধাক্কা লাগায় ঘটনাস্থলেই মৃতু্য হয় তিন ছাত্রের৷ আরও ১১ জন পড়ুয়া গুরুতর আহত হয়েছে৷ শুক্রবার রাতে এই ঘটনাটি ওডি়শার শালভাঙা জঙ্গল রোড এলাকায় ঘটে৷ পুলিশ সূত্রে খবর, ওডি়শার দাসপাল্লা এলাকা থেকে ৫০ জনের বেশি পড়ুয়া নিয়ে হরিশংকর এবং নৃসিংহনাথ এলাকার দিকে রওনা দিয়েছিল বাসটি৷ শালভাঙা জঙ্গল রোডে পৌঁছতেই একটি ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে৷ বাসের এক যাত্রী এই প্রসঙ্গে বলেন, ‘‘কয়েক জন পড়ুয়া স্লিপার বার্থে ছিল৷ হঠাৎ ডান দিক থেকে ট্রাকটি এসে জোরে ধাক্কা মারে৷ ধাক্কার জোর এতই ছিল যে বার্থ থেকে পড়ুয়ারা ছিটকে পডে় যায়৷’’ বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হওয়ার খবর ছডি়য়ে পড়লে ১০৮টি অ্যাম্বুল্যান্স গাডি় ঘটনাস্থলে পৌঁছয়৷