উত্তরপ্রদেশে এনকাউন্টারে নিহত পঞ্জাব পুলিশের খাতায় ‘ওয়ান্টেড’ তিন খলিস্তানি জঙ্গি। সোমবার সকালে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের নাম – গুরবিন্দর সিংহ, বীরেন্দ্র সিংহ এবং যশনপ্রীত সিংহ। পঞ্জাবের গুরদাসপুরের বাসিন্দা নিহত জঙ্গিদের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে। নিষিদ্ধ গোষ্ঠী খলিস্তান কম্যান্ডো ফোর্সের সদস্য ওই তিনজন। সংঘর্ষস্থল থেকে দু’টি একে-৪৭ রাইফেল-সহ একাধিক পিস্তল উদ্ধার করা হয়েছে।
পুলিশের খাতায় অপরাধের তালিকায় আগে থেকেই এই ৩ জনের নাম ছিল। গত বুধবার পঞ্জাবের গুরদাসপুরে একটি পরিত্যক্ত পুলিশ ফাঁড়িতে গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়। কারও আঘাত না লাগলেও ক্ষতিগ্রস্ত হয় পুলিশ ফাঁড়ি। নিষিদ্ধ খলিস্তানি গোষ্ঠী সোশাল মিডিয়ায় ওই হামলার দায়স্বীকার করে। ওই ঘটনাতেই অভিযুক্ত খলিস্তানি জঙ্গিদের খুঁজছিল পুলিশ। বেশ কয়েক জায়গায় যৌথ ভাবে তল্লাশিও চালায় উত্তর প্রদেশ ও পঞ্জাব পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে পঞ্জাব ও উত্তরপ্রদেশ পুলিশের তরফে পিলভিটে ওই জঙ্গিদের সন্ধানে অভিযান চালানো হয়। পুলিশের দাবি, তাঁদের দেখে তিন অভিযুক্ত গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশও। দু’পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই প্রাণ হারায় তিন জন।
খলিস্তান জিন্দাবাদ ফোর্সের যে মডিউলটি সম্পর্কে তথ্য মিলেছে, সেই নিয়ে তদন্ত চলছে। আরও তথ্য সংগ্রহ করে কোথায় কোথায় এর জাল পাতা রয়েছে, তা বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা। কীভাবে ওই জঙ্গিরা উত্তর প্রদেশে পৌঁছল, তাও তদন্ত করে দেখছে পুলিশ।