• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বেঙ্গালুরুতে দ্বিতীয় ডাক্তার আক্রান্ত হলেন করোনায়

বেঙ্গালুরুতে আরও এক ডাক্তারের শরীরে মিলল করোনার জীবাণু। এই নিয়ে কর্নাটকে দু'জন ডাক্তার কোভিড ১৯-এ আক্রান্ত হলেন।

প্রতিকি ছবি (File Photo: iStock)

বেঙ্গালুরুতে আরও এক ডাক্তারের শরীরে মিলল করোনার জীবাণু। করোনা আক্রান্তদের চিকিৎসা করতে গিয়েই, তাঁর শরীরে সংক্রমণ ছড়িয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই নিয়ে কর্নাটকে দু’জন ডাক্তার কোভিড ১৯-এ আক্রান্ত হলেন।

কর্নাটকের কালাবুরাগিতে প্রথম করোনা আক্রান্তের যিনি চিকিৎসা করেছিলেন, সেই ডাক্তারেরও করোনা পজিটিভ ধরা পড়ে। কালাবুরাগির সেই রোগীকে বাঁচানো যায়নি। ভারতে প্রথম করোনার বলি কর্নাটকের কালাবুরাগির ওই ব্যক্তি।

বেঙ্গালুরু পূর্ব জনের ওই বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন নিয়ে সম্প্রতি এক ব্যক্তি ভর্তি হয়েছিলেন। সেই পি১৯৬ রোগীর চিকিৎসার দায়িত্বে ছিলেন বছর বত্রিশের এই ডাক্তার। ডাক্তারের করোনা রিপোর্ট পজিটিভ আসতেই, ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

হাসপাতালের স্পেশাল কমিশনার (স্বাস্থ্য) জানান, একজন ডাক্তার পজিটিভ মানে, অন্যান্য ওপিডি রোগীগের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সহকর্মী ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হতে পারেন। তাই হাসপাতাল সিল করার কথা ভাবা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। ইতিমধ্যেই সেখানে রোগী ভর্তি নেওয়া বন্ধ হয়েছে।

জন স্বাস্থ্য আধিকারিক ডক্টর সিদ্দাপ্পা জে জানান, ২০০ শয্যার হাসপাতালটি আপাতত বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন ওই ডাক্তার। জ্বর না কমায়, করোনা টেস্ট করানো হয়। শুক্রবার রাতেই রিপোর্ট পজিটিভ আসে। তার জেরেই হাসপাতালটি বন্ধ করতে বলা হয়েছে।

এদিকে, গোটা দেশে এখনও পর্যন্ত সাড়ে ৭ হাজারেরও বেশি মানুষের মধ্যে করোনার সংক্রমণ ছড়িয়েছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, শনিবার বিকেল পর্যন্ত সারাদেশে করোনায় আক্রান্ত বেড়ে ৭ হাজার ৫২৯ হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত করোনার বলি ২৪২।