সংসদের নিরাপত্তায় ২৫০-র ওপর জওয়ান মোতায়েন

দিল্লি, ১৯ মার্চ– গত ১৩ ডিসেম্বর সংসদে ঘটে যাওয়া ঘটনা গোটা দেশকেই নাড়িয়ে দিয়েছিল৷ এদিন লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালীন দুই যুবক আচমকা কক্ষের ভিতরে ঢুকে দর্শকদের বসার আসন থেকে ঝাঁপ দিয়েছিলেন৷ সেই ঘটনা সংসদের নিরাপত্তাকে বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল৷ তারপরই নড়েচড়ে বসেন সংসদের নিরাপত্তায় থাকা আধিকারিকরা৷ ঘটনার তিন মাস পর এবার সংসদের নিরাপত্তা বাড়ানো হল৷ প্রায় ২৫০-র উপর নিরাপত্তারক্ষী এবার থেকে থাকতে চলেছে সংসদে৷

সিআইএসএফ-এর তরফে সংসদে নিরাপত্তা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এখন থেকে সংসদের নিরাপত্তার জন্য প্রত্যক্ষভাবে ২৩০ জনকে মোতায়েন করা হবে৷ বাকিরা থাকবেন ফোর্সের ফায়ার ডিপার্টমেন্টে৷

১২ জন ইন্সপেক্টর, ৪৫ জন সাব-ইন্সপেক্টর, ৩০ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, ৩৫ জন হেড কন্সটেবল এবং ৮৫ জন কন্সটেবল মোতায়েন থাকবেন এবার থেকে সংসদের নিরাপত্তায়৷ এর আগে জানুয়ারি মাসে নতুন সংসদের নিরাপত্তার জন্য ১৪০ জনকে মোতায়েন করা হয়েছিল৷