• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

গুজরাতের বস্তিতে দু’মাসেব শিশুর জন্য ২৪ ঘন্টা পুলিশি প্রহরা

দু'মাস মাত্র বয়স।তার মধ্যেই দু'বার শিশুটিকে অপহরণ করা হয়েছে।কাগজ কুড়িয়ে সংসার চালানাে পরিবারের এই ছােট্ট শিশুকে ২৪ ঘন্টা পুলিশি নিরাপত্তা দেওয়া হল।

প্রতীকী ছবি (File Photo: iStock)

দু’মাস মাত্র বয়স। তার মধ্যেই দু’বার শিশুটিকে অপহরণ করা হয়েছে। কাগজ কুড়িয়ে সংসার চালানাে পরিবারের এই ছােট্ট শিশুকে ২৪ ঘন্টা পুলিশি নিরাপত্তা দেওয়া হল গুজরাতে। এই শিশুটি এখন দেশের কনিষ্ঠতম যাঁকে ২৪ ঘন্টা নিরাপত্তা দেওয়া হচ্ছে।

নিঃসন্তান দম্পতি দীনেশ এবং সুধা কাটরা এই শিশুটিকে ৫ জুন অপহরণ করে। শিশুটিকে সাইকেলের সঙ্গে বাঁধা একটা ঝুড়িতে রেখে তার মা যখন কাগজ কুড়ােতে ব্যস্ত সেই সময়ে তাকে অপহরণ করা হয়।

সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ চারদিন পর শিশুটিকে উদ্ধার করে। শিশুটিকে যাতে অপহৃত না হতে হয় । তার জন্য ২৪ ঘন্টা পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এর আগে শিশুটির জন্মের দু’দিনের মাথায় গান্ধিনগর হাসপাতাল থেকে জিগনেশ ও স্মিতা ভারতী নামের এক যুগল তাকে অপহরণ করে। এক সপ্তাহ পর পুলিশ তাদের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে।