• facebook
  • twitter
Wednesday, 16 April, 2025

রাজৌরিতে কোয়ারান্টাইনে ২৩০, ছুটি বাতিল চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের

অনুসন্ধান দলের নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক জন শীর্ষ আধিকারিক

ফাইল চিত্র

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে অসুস্থতা এবং তার জেরে রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনার জেরে কোয়ারান্টাইনে রাখা হয়েছে ২৩০ জনকে। ছুটি বাতিল করা হয়েছে রাজৌরি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের। সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে, উদ্বিগ্ন কেন্দ্রও। গত দেড় মাসে ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রথমে জ্বর, তার পর বমি। তার পরই অচৈতন্য হয়ে মৃত্যু হয় গ্রামবাসীদের। কয়েক দিন ধরে এই ধরনের উপসর্গ থাকার পর মৃত্যু হচ্ছে তাঁদের।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ আগেই জানিয়েছিলেন, কোনও ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়, বিষক্রিয়ার কারণেই রাজৌরিতে ১৭ জনের মৃত্যু হয়েছে। গবেষণাগারে নমুনা পরীক্ষার পর প্রাথমিক ভাবে এই তথ্য পাওয়া গিয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। অন্যদিকে রাজৌরি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিকিৎসক অমরজিৎ সিংহ ভাটিয়া জানিয়েছেন, সব চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে শীতকালীন ছুটিও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জম্মু ও কাশ্মীর সরকার ইতিমধ্যে রাজৌরি হাসপাতালে অতিরিক্ত ১০ জন চিকিতসক-পড়ুয়াকে পাঠিয়েছে চিকিৎসার কাজে সিনিয়রদের সাহায্য করার জন্য। বর্তমানে জম্মুর মেডিক্যাল কলেজ এবং চণ্ডীগড়ের হাসপাতালে অসুস্থদের শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন চিকিৎসকেরা। বুধবার ৩ জনকে আকাশপথে জম্মুর হাসপাতালে নিয়ে আসা হয়। অসুস্থ বা মৃতদের কিংবা তাঁদের পরিবারের লোকেদের সংস্পর্শে আসা সকলকে কোয়ারান্টাইনে রাখা হচ্ছে। সরকারি সূত্রে খবর, সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজৌরির নার্সিং কলেজে কোয়ারান্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। সংবাদ সংস্থা জানিয়েছে, ওই নার্সিং কলেজের বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

জম্মুও কাশ্মীরের রাজৌরি ‍সেক্টরের ‍বাধাল গ্রামে গত প্রায় ২ মাস ধরে অজানা জ্বরের আতঙ্ক ক্রমেই ‍বাড়ছে একের পর এক মৃত্যুর খ‍বর সামনে আসতেই নড়েচড়ে ‍বসে প্রশাসন। এক মাসে ওই এলাকায় ১৭ জনের মৃত্যুর পিছনে কোনও সংক্রমণ নয়, রয়েছে রহস্যময় গ্যাস, এমন প্রশ্ন ওঠে। বিশেষজ্ঞ দলকেও পাঠানো হয় ওই এলাকায়। সংগ্রহ করা হয় নমুনা। এই ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি তৈরির নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই জ্বরের কারণ অনুসন্ধানে পিজিআইএমইআর চণ্ডীগড়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এ‍বং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল তৎপর হয়।কী কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন এবং মৃত্যু হচ্ছে, তা খতিয়ে দেখতে কেন্দ্র ইতিমধ্যে একটি অনুসন্ধানকারী দল গঠন করেছে। গত শনিবার ওই বিশেষজ্ঞ দল গঠন করে কেন্দ্র।

অনুসন্ধান দলের নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক জন শীর্ষ আধিকারিক। এ ছাড়াও দলে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, রাসায়নিক ও সার, কৃষি এবং জল সম্পদ মন্ত্রকের বিশেষজ্ঞেরা। অসুস্থতার কারণ খুঁজতে পশুপালন, খাদ্য নিরাপত্তা এবং ফরেন্সিক বিশেষজ্ঞেরাও সাহায্য করছেন।