অসমে বিরােধী জোটের ২২ জন প্রার্থী জয়পুরে উড়ে গেছেন। তারা সেখানে একটি হােটেলে নিজেদেরকে সুরক্ষিত করে রেখেছেন। তাদের কথায়, ‘আমরা আতঙ্কের মধ্যে রয়েছি, ভােটের রেজাল্টের আগে ভারতীয় জনতা পার্টি আমাদের প্রলােভন দেখাতে পারে। তাই অসম থেকে জয়পুর হােটেলে এসে উঠেছি, নিজেদের সুরক্ষিত রাখতে।’
কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটের শরিক দশটি রাজনৈতিক দলের মধ্যে উল্লেখ্য এআইইউডিএফ, বিপিএফ ও বাম দলগুলির বিধায়কদের কয়েকজন জয়পুরে উড়ে গেছেন। কংগ্রেস শাসিত রাজ্য রাজস্থানের একটি রিসর্টে ওই ২২ জনকে রাখা হয়েছে।
কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, কংগ্রেস নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে একটা ট্রেন্ড শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টি কংগ্রেসের সদস্যদের ভাঙতে চেষ্টা করছে। তাই কংগ্রেস বিধায়ক নিজেদের বাঁচাতে জয়পুরে সুরক্ষিত রয়েছেন।