আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের হদিশ ফাঁস করল বেঙ্গালুরু নারকোটিক্স কন্ট্রোল ব্যুরাে। হায়দ্রাবাদ রিং রােডের ওপর টোল বুথে ট্রাক থেকে ৩৪০০ কেজি মারিজুনা আটক করা হয়েছে, যার আনুমানিক বাজার দর ২১ কোটি টাকা।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরাে (বেঙ্গালুরু জোন) জোনাল ডিরেক্টর জানিয়েছেন, ‘আন্তঃরাজ্য মাদক পাচার চক্র ধরা পড়ল। গােপনে খবর সংগ্রহ করে এনসিবি’র বেঙ্গালুরু ও হায়দ্রাবাদের আধিকারিকরা যৌথভাবে একটি ট্রাককে আটক করেছে।
মহারাষ্ট্রের রেজিস্ট্রেশন নম্বরের ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৪০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ১৪১ টি বার্ন ব্যাগে করে সাজানাে ছিল। তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
কর্নাটকে দেশের আইটি শহরে মাদক সেবন ও মাদক চত্রে ধরপাকড় শুরু হয়েছে। আগে তিনটি মাদক পাচার চক্রের পর্দা ফাঁস করা হয়েছে। ৩৯৯২ কেজি গাঁজা উদ্ধার সহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।