দিল্লি, ১৫ ফেব্রুয়ারি: ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা মামলা সরছে ভিন রাজ্যে। এব্যাপারে আজ পশ্চিমবঙ্গে চলা সমস্ত মামলার শুনানির ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে এই পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত। আগামী ১১ মার্চ মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে।
২০২১ সালের ১২ জুলাই জাতীয় মানবাধিকার কমিশনও একই সুপারিশ করেছিল। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল বৃহস্পতিবার এই মামলা নিয়ে বক্তব্য জানাতে গিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস জারি করার নির্দেশ দিয়েছে। রাজ্যের ডিজিপিকে এই বিষয়ে ব্যক্তিগতভাবে হলফনামা দিতে বলেছে দেশের শীর্ষ আদালত।
বিধানসভা ভোটের পরে রাজ্য জুড়ে ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে’ খুন, ধর্ষণ এবং ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। এমনকী লুট-পাঠ, বাড়ি জ্বালিয়ে দেওয়া, এলাকা ছাড়া করার মতো ঘটনা ঘটে। এব্যাপারে রাজ্যের বিরোধী দল বিজেপির অভিযোগ ছিল, তাঁদের দলের কর্মীদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল।
উল্লেখ্য, ২০২১ সালে ভোটের পরে ভোট পরবর্তী হিংসার মামলাগুলি কলকাতা-সহ বিভিন্ন জেলার বিশেষ সিবিআই আদালতে ট্রায়াল চলছে। ঘটনাগুলিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সমস্ত ঘটনাগুলির তদন্তের জন্য সিবিআইকে দায়িত্ব দেয় রাজ্যের উচ্চ আদালত। সিবিআই মামলাগুলির ভিন্ রাজ্যে ট্রায়াল চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। কিন্তু সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল। সিবিআইয়ের আর্জি গ্রহণ করে সুপ্রিম কোর্ট আপাতত পশ্চিমবঙ্গের বিভিন্ন আদালতে চলা ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত সমস্ত মামলার উপর স্থগিতাদেশ দিয়েছে। একই সঙ্গে রাজ্যের ডিজিপিকে এই বিষয়ে ব্যক্তিগতভাবে হলফনামা দিতে বলেছে দেশের শীর্ষ আদালত।