উত্তরপ্রদেশের বারাণসীতে ক্যান্ট রেলওয়ে স্টেশনের টু-হুইলার স্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শুক্রবার মাঝরাতে আচমকাই আগুন লেগে যায়। এতে দুই শতাধিক বাইক পুড়ে ছাই হয়ে যায়। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলকর্মীদের। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে জিআরপি, আরপিএফ কর্মীরা এবং দমকলের ১২টি গাড়ি। সবাই একসঙ্গে কাজ করে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক তার থেকে স্পার্ক মোটরসাইকেলে পড়ে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই বারাণসী ক্যান্ট রেলওয়ে স্টেশনের টু হুইলার বাইক স্ট্যান্ডে আগুন ছড়িয়ে পড়ে। বাইকগুলো জ্বলতে থাকে। চোখের নিমেষে দুই শতাধিক বাইক পুড়ে ছাই হয়ে যায়। আগুন বাড়তে দেখে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি ও আরপিএফ কর্মীরা। ফায়ার ব্রিগেডকেও খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনীর প্রচুর গাড়ি। সবাই মিলে অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন এতটাই মারাত্মক ছিল যে স্টেশনে উপস্থিত যাত্রীরা আশঙ্কা করেছিল যে আগুন রেলওয়ে টিকিট কাউন্টার, জিআরপি পুলিশ স্টেশন, আরপিএফ বিল্ডিং এবং এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যাবে। আগুন নিয়ন্ত্রণে জিআরপি, আরপিএফ এবং ফায়ার ব্রিগেডের কর্মীরা তাদের পূর্ণ শক্তি প্রয়োগ করেন। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দুই শতাধিক বাইক পুড়ে ছাই হয়ে গেছে। এসব বাইকের দাম কোটি টাকা বলে জানা গিয়েছে।
আগুন নিয়ন্ত্রণের কারণে স্ট্যান্ডে রাখা আরও ডজনখানেক বাইক রক্ষা পায়। বাইক স্ট্যান্ডে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। বলা হচ্ছে, মোটরসাইকেলে একটি স্পার্ক পড়ে যা দ্রুত আগুনে পরিণত হয়। দমকলকর্মীরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন।