শ্রীনগর, ১৯ জুন – জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার এক গ্রামে জঙ্গিরা ডেরা বেঁধে রয়েছে খবর পেয়ে চিরুনি তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। সেই সময় জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে জবাব দেয় পুলিশ, যার জেরে ২ জঙ্গি নিহত হন। জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হন জম্মু ও কাশ্মীর পুলিশের এক আধিকারিক। পুলিশ জানিয়েছে, বুধবার সেপোরের অদূরে হাদিপোরা এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
শুক্রবার আন্তর্জাতিক যোগদিবসে ভূস্বর্গ কাশ্মীরে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ডাল লেকের ধারে শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ২১ জুন যোগ দেবেন। তার আগে বুধবার তল্লাশি অভিযানে নেমে ২ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী। বারামুল্লায় জঙ্গিরা হামলা চালাতে পারে বলে সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছিল পুলিশ। সম্ভাব্য জঙ্গি হানা ঠেকাতে বিভিন্ন এলাকায় সুরক্ষা ব্যবস্থাও কঠোর করা হয়। শুরু হয় তল্লাশি অভিযান। অভিযানের সময় সেপোরে জঙ্গিদের সঙ্গে পুলিশের গুলির লড়াই বাধে।
জম্মু-কাশ্মীর বিধানসভা ভোটের পরিবেশ নষ্ট করতে পাক জঙ্গিরা নতুন করে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ ওঠে । এ নিয়ে প্রধানমন্ত্রী স্বয়ং জরুরি বৈঠক করেন নয়াদিল্লিতে। সেই বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন। সেখানেই প্রধানমন্ত্রী সর্বশক্তি দিয়ে জঙ্গি দমনের নির্দেশ দেন। এই দিনের অভিযানের পর পুলিশের আইজি বলেন, ২ জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, গত ৯ জুন মোদি সরকারের শপথের দিন কাশ্মীরে সন্ত্রাসমূলক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। সে দিন জম্মুর রিয়াসি জেলায় পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছিল। এদিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই হবে মোদির প্রথম উপত্যকা সফর। বৃহস্পতিবার, ২০ জুনই শ্রীনগরে পৌঁছচ্ছেন প্রধানমন্ত্রী। তাঁর সফর ঘিরে জম্মু-কাশ্মীরে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
সন্ত্রাসের এই আবহেই আগামী ২৯ জুন থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। চলবে ১৯ অগস্ট পর্যন্ত। তার আগে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্ছিদ্র করতে তৎপর কেন্দ্র।