ফিল্ড ফায়ারিং রেঞ্জে দুর্ঘটনায় মৃত্যু হল দুই সেনা জওয়ানের। বুধবার সকালে রাজস্থানের বিকানিরের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে আচমকা বিস্ফোরণের জেরে ঘটেছে এই ঘটনা। এদিন ট্রেনিং চলাকালীন একটি ট্যাঙ্কে গোলাবারুদ লোড করার সময় এই বিস্ফোরণ ঘটে। মৃত দুই জওয়ানের নাম আশুতোষ মিশ্র এবং জিতেন্দ্র। দুর্ঘটনায় এই দুই জওয়ানের মৃত্যু ছাড়াও আরও একজন গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁকে কপ্টারে করে চন্ডিগড়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সেনা জওয়ানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর।
ঘটনায় উদ্বিগ্ন সেনার উচ্চপদস্থ আধিকারিকরা। বিস্ফোরণের ফলে কীভাবে প্রাণহানির ঘটনা ঘটল তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর ডিফেন্স মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অমিতাভ শর্মা জানিয়েছেন, মৃত আশুতোষ মিশ্রের বাড়ি উত্তরপ্রদেশের দেওরিয়ায় এবং জিতেন্দ্রের বাড়ি রাজস্থানের দৌসার এলাকায়। দুজনের দেহ উদ্ধার করে সেনাবাহিনীর সুরাতগড়ের ছাউনিতে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৭ ডিসেম্বর ফায়ারিং রেঞ্জে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বন্দুক টোয়িং ভেহিকলে গান হুক করার সময় দুর্ঘটনায় গানার চন্দ্র প্রকাশ প্যাটেলের মৃত্যু হয়।