দিল্লিতে ক্যাফের বাইরে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার ২

ক্যাফেতে বসা নিয়ে তর্কাতর্কি, আর তার জেরেই গুলি চালানোর অভিযোগ উঠল দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন এলাকায়। রবিবার রাতের এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অভিযুক্তরা হল – আহমেদ (২৬) ও মঙ্গল (২৬)। তারা উত্তর-পশ্চিম দিল্লির জাহাঙ্গিরপুরীর বাসিন্দা।

ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ-পশ্চিম) রোহিত মীনা জানিয়েছেন, রাত ৯টা নাগাদ সাউথ ক্যাম্পাস থানা এলাকা থেকে গুলি চালানোর খবর আসে। ঘটনাস্থলে পৌঁছে তাড়া করে অভিযুক্তদের একজনকে আটক করে পুলিশ।

ডিসিপি জানিয়েছেন, রাত সাড়ে ৮টা নাগাদ কয়েকজন লোক ওই রেস্তরাঁয় খেতে আসেন। তাঁদের মধ্যে একজন চেয়ারের বদলে কাচের টেবিলে বসেছিলেন। ক্যাফের মালিক রোহিত এতে আপত্তি জানান। তীব্র তর্কাতর্কি শুরু হয়। এরপর কিছু লোক ওই ক্যাফেতে পৌঁছে মারপিট শুরু করে দেয়।


তাদের মধ্যে একজন ক্যাফের বাইরে শূন্যে গুলি চালায়, ডিসিপি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত জাহাঙ্গিরপুরী থেকে জন্মদিন পালন করতে এসেছিল। ডিসিপি মীনা জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। আমরা অভিযুক্তদের সবাইকে শনাক্ত করেছি। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

একই ধরনের ঘটনা ঘটেছে দিল্লির তিলক নগর এলাকায়। সেখানে একটি মিষ্টির দোকানে গুলি চালানোর অভিযোগে ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ের পর অভিযুক্ত বিশু ওরফে ক্রান্তিকে (২৫) গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, কাকরোলা গ্রামের বাসিন্দা বিশু। কপিল সাঙ্গওয়ান ওরফে নন্দু গ্যাংয়ের সক্রিয় সদস্য বিশুর কাছ থেকে একটি স্বয়ংক্রিয় পিস্তল এবং চারটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।