অধিবেশন চলাকালীন বিশৃঙ্খলা তৈরি করেছিলেন তাঁরা। এই অভিযোগে রাজ্যসভা থেকে ১৯ জন সাংসদকে মঙ্গলবার সাসপেন্ড করা হয়েছে। এর মধ্যে তৃণমূলের সাতজন সাংসদ রয়েছেন।
মৌসম বেনজির নুর দোলা সেন, সুস্মিতা দেব, শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস, শান্তা ছেত্রী, নাদিমুল হক রয়েছেন। এছাড়া কানিমোজি সহ ডিএমকে’র ৬ সাংসদকে সাসপেন্ড করা হয়েছে।
সিপিএমের ২ এবং সিপিআইয়ের ১ এবং তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির ৩ জন সাংসদকে এদিন সাসপেন্ড করা হয়। গুজরাতের বিষমদ কাণ্ডে মৃত্যুর ঘটনা নিয়ে এদিন রাজ্যসভা এবং লোকসভায় সরব হন বিরোধীরা। এই নিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়।
সোমবার ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর অভিযোগে ৪ কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। এদিন অবশ্য একসঙ্গে ১৯ জনকে সাসপেন্ড করা হল।
উল্লেখ্য, গতবছর বাদল অধিবেশনের সময়েও অধিবেশন চলতে না দেওয়ার অভিযোগে দোলা সেন সহ ৬ জন তৃণমূল কংগ্রেসের সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল।
তবে সেই সময় সেই সাসপেনশনের মেয়াদ ছিল একদিন। এবার অবশ্য এই তৃণমূল কংগ্রেস সাংসদদের শুক্রবার পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে।