ভোপালের কারখানা থেকে উদ্ধার ১৮০০ কোটি টাকার মাদক! আটক ২

দিল্লির পর এবার ভোপাল। আবারও উদ্ধার মাদক। ভোপালের একটি কারখানা থেকে উদ্ধার করা হলো ১৮০০ কোটি টাকার মাদক!এই ঘটনায় আটক করা হয়েছে দুজনকে।
এর আগে দিল্লি থেকে বাজেয়াপ্ত করা হয় ৫৬০০ কোটি টাকার মাদক। আর তারপর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় দিল্লি পুলিশের পক্ষ থেকে শুরু হয় তদন্ত। মধ্যপ্রদেশের ভোপালে অভিযান চালায় দিল্লির মাদক নিয়ন্ত্রক সংস্থা, এনসিবি এবং গুজরাত পুলিশের সন্ত্রাসদমন শাখা , এটিএস। দুই সংস্থার যৌথ উদ্যোগে কারখানা থেকে উদ্ধার করা হয় ১৮১৪ কোটি টাকার মাদক। যা ইতিমধ্যেই করা হয়েছে বাজেয়াপ্ত। ঘটনা সম্পর্কে রবিবার জানান, গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি। ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
তবে কেন বারবার রাজ্যের বিভিন্ন প্রান্তে মিলছে কারখানার ভিতর অবৈধ মদ ?
পুলিশ সূত্রে খবর, কারখানার আড়ালে চলছে মাদক তৈরির ব্যবসা। আর সেগুলি অবৈধভাবে করা হচ্ছে পাচার। তবে কোথায় তা পাচার করা হতো তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। গুজরাত এবং দিল্লি পুলিশের তরফ থেকে জানানও হয়েছে, মাদক তৈরি করে কোথায় করা হয় পাচার তা খতিয়ে দেখা হচ্ছে।