• facebook
  • twitter
Sunday, 6 April, 2025

গুজরাতে বাজি কারখানায় বিস্ফোরণে ১৮ জনের মৃত্যু

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কেন বিস্ফোরণ হল এবং কীভাবে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ডাকা হয়েছে ফরেনসিক দলকেও।

বিস্ফোরণের পর বিধ্বস্ত বাজি কারখানার চিত্র।

মোদীর রাজ্যে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। বিস্ফেরণের ঘটনায় গুরুতর আহত হন বেশ কয়েকজন। স্থানীয়দের একাংশের অভিযোগ, বাজি কারখানাটিতে বেআইনিভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল।

মঙ্গলবার সকালে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গুজরাতের শিল্পাঞ্চল বনসকান্থা জেলার দিশা শহরের কাছে। সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ আচমকা প্রবল বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই প্রবল ছিল যে কারখানাটির ছাদ উড়ে যায়। মানুষের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরত্বেও ধ্বংসস্তূপ ছড়িয়ে যায়। ধ্বংসস্তূপের তলায় কয়েক জন শ্রমিক চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কারখানাটির ছাদ ভেঙে পড়ায় সেখানে আটকা পড়ে যান বেশ কয়েকজন শ্রমিক এবং তাঁদের পরিবারের লোকেরা। কারণ ওই কারখানা সংলগ্ন অঞ্চলে ছিল শ্রমিকদের আবাসন। বিস্ফোরণে অনেকটা অংশ ধসে যাওয়ায় ধ্বংসস্তূপের আড়ালে অনেকের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণ এবং আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন বনসকান্থার কালেক্টর, জেলা উন্নয়ন আধিকারিক, দমকল বাহিনী এবং পুলিশ। বনসকান্থার জেলাশাসক মিহির প্যাটেল বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ দিশা শিল্পাঞ্চল এলাকায় একটি বড় বিস্ফোরণের খবর পাই আমরা। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলেই ১০ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত অনেক শ্রমিককে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতই শক্তিশালী ছিল যে, কারখানাটি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।’ এরপরে পুলিশ সূত্রে আরও ৭ জনের মৃত্যুর খবর মেলে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কেন বিস্ফোরণ হল এবং কীভাবে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ডাকা হয়েছে ফরেনসিক দলকেও।

News Hub