• facebook
  • twitter
Wednesday, 13 November, 2024

হাসপাতালের নিরাপত্তা নিয়ে ১৭০০ পরামর্শ এল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পোর্টালে 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পোর্টাল 'সাজেশনস টু ন্যাশনাল টাস্ক ফোর্স'-এ হাসপাতালের নিরাপত্তা নিয়ে ১৭০০টি পরামর্শ এল। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা  ব্যবস্থা ঢেলে সাজাতে ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করেছিল সুপ্রিম কোর্ট। এরপরই নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ নিতে একটি পোর্টাল যুক্ত করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পোর্টাল ‘সাজেশনস টু ন্যাশনাল টাস্ক ফোর্স’-এ হাসপাতালের নিরাপত্তা নিয়ে ১৭০০টি পরামর্শ এল। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা  ব্যবস্থা ঢেলে সাজাতে ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করেছিল সুপ্রিম কোর্ট। এরপরই নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ নিতে একটি পোর্টাল যুক্ত করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। নাম দেওয়া হয়, ‘সাজেশনস টু এনটিএফ’। ২২ আগস্ট এই পোর্টাল কাজ শুরু করে। সেই পোর্টাল থেকে ১৭০০ টি পরামর্শ পেয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এর মধ্যে ১৫০০টি মতামত পাওয়া গেছে আমজনতার তরফে। 

প্রসঙ্গত, আরজি কর নিয়ে ষষ্ঠ শুনানিতে ন্যাশনাল টাস্ক ফোর্সের কাজের অগ্রগতি নিয়ে জানতে চায় দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানায়, ন্যাশনাল টাস্ক ফোর্সের কাজের তেমন কোনও অগ্রগতি হয়নি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সিবিআইয়ের সলিসিটর জেনারেলের কাছে ন্যাশনাল টাস্ক ফোর্সের কাজের পরিস্থিতি নিয়ে জানতে চান। জানতে চান কাজের গতিপ্রকৃতিও। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় কেন্দ্রকে নির্দেশ দেন, এনটিএফ যেন দ্রুত তাদের কাজ সম্পন্ন করে। তার জন্য কেন্দ্রকে জরুরি পদক্ষেপের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

মূলত দু’টি বিষয় নিয়ে এই টাস্ক ফোর্স কাজ করবে বলে জানিয়েছিল শীর্ষ আদালত।চিকিৎসা পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের প্রত্যেকের উপর হিংসা এবং লিঙ্গগত ভেদাভেদ দূর করা এবং হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন, রেসিডেন্ট চিকিৎসকদের নিরাপদ কাজের পরিবেশ তৈরি করতে নির্দিষ্ট নিয়মাবলী  তৈরি করা।এক্ষেত্রে যেসব মতামত পাঠানো হয় তার মধ্যে রয়েছে ৩৭টি প্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি হাসপাতালও।