নীতীশের ১৭ জন বিধায়ক লালুর দলে

নীতীশ কুমার (Photo: IANS)

অরুণাচলের জনতা দল ইউনাইটেডের ৬ জন বিধায়ক বিজেপিতে যােগ দেওয়ার পরই উত্তেজনা ছড়িয়েছে বিহার রাজনীতিতে। নীতীশ কুমারের দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কেসি ত্যাগী এই ঘটনার প্রভাব বিহারে পড়বে না বলে দাবি করলেও বাস্তবে তা উল্টোটা হয়েছে। 

এবার ১৭ জন জেডিইউ বিধায়ক আরজেডি দলে যােগ দেওয়ার জন্য তদ্বির করছে। বুধবার আরজেডি নেতা শ্যাম রজক বলেন, ‘জেডিইউতে কাজ করার সুযােগ নেই বুঝতে পেরে বিধানসভা নির্বাচনের আগে দলের জাতীয় সাধারণ সম্পাদকের পদ ছেড়ে আরজেডিতে যােগ দিয়েছিলাম। এখন জেডিইউয়ের অভ্যন্তরীণ পরিস্থিতি দেখে ১৭ জন বিধায়ক আমাদের সঙ্গে যােগাযােগ রাখছে। কিন্তু আমরা দলত্যাগ বিরােধী আইন ভেঙে কোনও কাজ করতে চাইনা বলে তাদের এখন যােগ দিতে মানা করেছি। ২৮ জন বিধায়ক একসঙ্গে দল ছাড়লে কোনও সমস্যা হবে না। আরও ১১ জন বিধায়ককে পরে আমাদের দলে নিয়ে আসা হবে।’

অরুণাচলে জেডিইউ বিধায়করা বিজেপিতে যােগ দেওয়ার পরই বিহারে রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। তাই অরুণাচলে আইন মেনে ৭ জন বিধায়কের মধ্যে ৬ জনকে দলে নিয়েছে বিজেপি। এদিকে বিহারে নীতীশের ২৮ জন বিধায়ককে নিজেদের দলে নিতে চাইছে তেজস্বী যাদবের নেতৃত্বধীন আরজেডি।