• facebook
  • twitter
Wednesday, 2 April, 2025

গুলির লড়াইয়ে খতম ১৬ মাওবাদী, বাহিনীর প্রশংসায় অমিত শাহ

ছত্তিশগড়ের সুকমায় ফের বড় সাফল্য। শুক্রবার রাত থেকে চলা নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইতে খতম ১৬ মাওবাদী।

ফাইল চিত্র

ছত্তিশগড়ের সুকমায় ফের বড় সাফল্য। শুক্রবার রাত থেকে চলা নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইতে খতম ১৬ মাওবাদী। এই সংঘর্ষে সামান্য আহত হয়েছেন বাহিনীর দুই জওয়ান। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  মাওবাদীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলেই জানা গিয়েছে। এই ঘটনার পরেই নিরাপত্তাবাহিনীর প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, অস্ত্র কিংবা হিংসা দিয়ে পরিবর্তন আনা যায় না। শুধুমাত্র শান্তি এবং উন্নয়নই দিনবদলের একমাত্র পথ।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে তারা খবর পেয়েছিল সুকমা-দান্তেওয়াড়া জেলার সীমানায় উপমপল্লি কেরলাপাল এলাকায় জঙ্গলে আশ্রয় নিয়েছে মাওবাদীদের একদল সদস্য। সেই খবর পাওয়ামাত্রই শুক্রবার রাতে সিআরপিএফ, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং পুলিশের যৌথবাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযানে গিয়েছিল। পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছিল বাহনী।

পুলিশ সূত্রে খবর, বাহিনীর উপস্থিতি টের পেয়ে জঙ্গলের ভিতর থেকে তাদের লক্ষ্য করে মুহুর্মুহু গুলি ছুটে আসে। পাল্টা জবাব দিয়েছে বাহিনীও। রাতভর গুলির লড়াই চলেছে। শনিবার ভোরেও গুলির লড়াই জারি ছিল। পুলিশের দাবি, এই সংঘর্ষে ১৬ জন মাওবাদী নিহত হয়েছেন। মাওবাদীরা সংখ্যায় কত জন ছিলেন সেই সংখ্যাটি স্পষ্ট হয়নি। তবে তাঁদের দলে যে অনেকেই ছিলেন প্রাথমিক ভাবে সেই অনুমান করা হচ্ছে। ১৬ মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। বাকি মাওবাদীদের খোঁজে জঙ্গলে চিরুনি তল্লাশি চালাচ্ছে বাহিনী।

সুকমার অভিযানে ১৬ জন মাওবাদীর মৃত্যুর ঘটনায় নিরাপত্তাবাহিনীর সাফল্যের প্রশংসা করেছেন শাহ। এরপরেই শাহ বলেন, ‘এটি মাওবাদের উপর আর একটি চূড়ান্ত আঘাত।’ উল্লেখ্য, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। সেই প্রতিশ্রুতির কথা আরও এক বার মনে করিয়ে দিয়েছেন শাহ।

মাওবাদ নির্মূল করার শপথ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সূত্রেই কড়া হাতে মাওবাদী দমনে নেমেছে কেন্দ্র ও রাজ্য সরকার। ছত্তিশগড়ের জঙ্গলে নিয়মিত গুলির লড়াই লেগেই রয়েছে। সে কারণে ‘নকশাল আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসন নীতি ২০২৫’-এ বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সায় ঘোষণা করেছেন, নতুন প্রকল্পে আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসন, চাকরি, আর্থিক পুরস্কার এবং আইনি সুরক্ষা প্রদান করা হবে। মাওবাদী নেতাদের পদ অনুযায়ী সুবিধা প্রদান করা হবে নয়া পুনর্বাসন নীতিতে।