• facebook
  • twitter
Friday, 22 November, 2024

চিনকে রুখতে লাদাখে মােতায়েন করা হল ১৫ হাজার সেনা

লাদাখে চিনের ‘দাদাগিরি’ বন্ধ করতে দক্ষ সেনা ইউনিটকে ভারত মােতায়েন করল।জম্মু-কাশ্মীর থেকে প্রায় ১৫ হাজার সেনা-জওয়ানকে লাদাখে মােতায়েন করা হয়েছে।

চোখ রাঙাচ্ছে চিন। তাই এবার চিনের ‘দাদাগিরি’ বন্ধ করতে দক্ষ সেনা ইউনিটকে ভারত মােতায়েন করল লাদাখে। যতদূর জানা যাচ্ছে কত কয়েক মাসে জম্মু-কাশ্মীর থেকে প্রায় ১৫ হাজার সেনা-জওয়ানকে লাদাখে মােতায়েন করা হয়েছে।

ভারত-চিন সীমান্তে চিনা ফৌজ যাতে আস্ফালন দেখাতে না পারে, আর যদি দেখায়ও তার যােগ্য জবাব দিতে জঙ্গি দমনে দক্ষ সেনাবাহিনীর কয়েকটি ইউনিটকে সেখানে মােতায়েন করা হয়েছে। সব মিলিয়ে ১৫ হাজার সেনা জওয়ান।

মােতায়েন করা হয়েছে লাদাখে। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের তৎপরতা বাড়ছে। ফলে ঝুকি নিতে চাইছে না ভারত। পরিস্থিতি মােকাবিলায় পর্যায়ক্রমে লাদাখে সেনার সংখ্যা বাড়ানাে হয়েছে।

সেনার ১৭ মাউন্টেন স্ট্রাইক কোরকে আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। এই কোরের ১০ হাজার সেনা ভারত চিন সীমান্তে মােতায়েন করা হয়েছে।