দিল্লি, ৬ জুলাই – কেজরিওয়ালের জামিনে স্থগিতাদেশ দেওয়া নিয়ে দেশের প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন ১৫০ জন আইনজীবী। আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েও জেল থেকে মুক্তি পাননি অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির নিম্ন আদালত জামিন মঞ্জুর করেছিল। কিন্তু নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাই কোর্ট। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বার বার জামিনের আর্জি জানালেও জামিনের উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। যে প্রক্রিয়ায় দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে , তার বিরুদ্ধে এবার প্রবল আপত্তি জানিয়েছেন দিল্লির বিভিন্ন আদালতের ১৫০ জন আইনজীবী। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখে জামিন বাতিলের প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই আইনজীবীরা।