১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা কো-উইনে নাম নথিভুক্তি

প্রতীকী ছবি (Photo: IANS)

১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার জন্য কো-উইন অ্যাপে নাম নথিভুক্তি করা শুরু হয় ১ জানুয়ারি থেকে। রবিবার সকাল সাড়ে ন’টা অবধি ওই অ্যাপে মোট ৩ লক্ষ ৫৭ হাজার ৯৮৪টি নাম নথিভুক্ত হয়েছে।

এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। কো-উইন ভারত সরকারের একটি পোর্টাল। ভ্যাকসিন নেওয়ার জন্য ওই পোর্টালে নাম নথিভুক্ত করতে হয়।

এখনও পর্যন্ত কো-উইনে নাম নথিভুক্ত করেছেন ৯২ কোটি ১৮ লক্ষ ৬১ হাজার ৮৭৮ জন। তাঁদের মধ্যে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের সংখ্যা ৫৭ কোটি ৩৭ লক্ষ ১৪ হাজার ৯৬৯।


৪৫-এর বেশি বয়সীদের সংখ্যা ৩৪ কোটি ৭৭ লক্ষ ৮৮ হাজার ১২৫ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা অনুযায়ী আজ সোমবার ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়া শুরু হবে।

গত ২৫ ডিসেম্বর মোদি ঘোষণা করেন, ছোটদের টিকা দেওয়ার পাশাপাশি বয়স্কদের দেওয়া হবে তৃতীয় ডোজ। ৬০ বছরের বেশি বয়সী যে নাগরিকরা কোনও গুরুতর রোগে ভুগছেন, তাঁরা ১০ জানুয়ারি থেকে পাবেন প্রিকশন ডোজ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছে, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কেবল কোভ্যাকসিন দিতে হবে। সেজন্য কেন্দ্র থেকে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোভ্যাকসিনের বাড়তি ডোজ পাঠানো হয়েছে।