• facebook
  • twitter
Friday, 22 November, 2024

১৫ দিনের মধ্যে কেওয়াইসি না করালেই এসআইপিতে জমা দেওয়া যাবে না টাকা

দিল্লি, ১৪ মার্চ– আজকের যুগে দাঁডি়য়ে মিউচুয়াল ফান্ড বিনিয়োগের জন্য অন্যতম সেরা অপশন হিসেবে আবির্ভূত হয়েছে৷ কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে ব্যাঙ্ক বা পোস্ট অফিসের চেয়ে অনেক বেশি রিটার্ন পাওয়া যায় বলে মনে করেন বিশেষজ্ঞরা৷  কিন্ত্ত এবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের জন্য এল বড় আপডেট৷ যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাঁদের জন্য এটি অত্যন্ত দরকারি খবর৷ যদি

দিল্লি, ১৪ মার্চ– আজকের যুগে দাঁডি়য়ে মিউচুয়াল ফান্ড বিনিয়োগের জন্য অন্যতম সেরা অপশন হিসেবে আবির্ভূত হয়েছে৷ কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে ব্যাঙ্ক বা পোস্ট অফিসের চেয়ে অনেক বেশি রিটার্ন পাওয়া যায় বলে মনে করেন বিশেষজ্ঞরা৷  কিন্ত্ত এবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের জন্য এল বড় আপডেট৷ যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাঁদের জন্য এটি অত্যন্ত দরকারি খবর৷

যদি কোনও ব্যক্তির মিউচুয়াল ফান্ডে কেওয়াইসি না করা থাকে, তবে ৩১ মার্চ ২০২৪ -এর মধ্যে তা করে ফেলতে হবে৷ কারণ মিউচুয়াল ফান্ডের কেওয়াইসি আপডেট করার শেষ তারিখ রয়েছে মার্চ পর্যন্তই৷ এই সময়সীমার মধ্যে কেওয়াইসি সম্পন্ন না করা হলে একাধিক সমস্যার মধ্যে পড়তে পারেন বিনিয়োগকারীরা৷

মিউচুয়াল ফান্ডে যদি অফিসিয়াল বৈধ নথি আপডেট না করা হয়, সেক্ষেত্রে লেনদেন বন্ধ করে দেওয়া হতে পারে৷ এর মানে হল কোনও ব্যক্তি মিউচুয়াল ফান্ড থেকে ম্যাচিওর হওয়া টাকা তুলতে পারবেন না, বা SIP এর মাধ্যমে টাকাও জমা দিতে পারবেন না৷কোন কোন নথি লাগবে?

নতুন নিয়ম অনুযায়ী, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, জব কার্ড, পাসপোর্ট, এনপিআরের মতো ডকুমেন্টস দিয়ে মিউচুয়াল ফান্ডের কেওয়াইসি আপডেট করা যেতে পারে৷ এগুলোতে নাম ও ঠিকানা রয়েছে৷ যদি এই ডকুমেন্টসগুলো মিউচুয়াল ফান্ডে কেওয়াইসি না করে থাকে, সেক্ষেত্রে এটিকে আবার আপডেট করতে হবে৷