দিল্লি, ১৩ এপ্রিল– হোন না তিনি জেলবন্দি৷ তবুও তিনি এখনও দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান৷ সেই অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে জেলে একজন দাগি অপরাধীর ন্যায় আচরণ করছে জেল প্রশাসন৷ দেওয়া হচ্ছে না প্রাপ্য সুযোগ সুবিধাও৷ এমনটাই অভিযোগ করা হল দিল্লির শাসকদল আপের তরফে৷
শনিবার আম আদমি পার্টির সাংসদ তথা দলের প্রথমসারির নেতা সঞ্জয় সিং অভিযোগ করে বলেন, জেল বন্দি দাগি অপরাধীরাও আত্মীয় পরিজনের সঙ্গে মুখোমুখি কথা বলার সুযোগ পায়৷ আধ ঘণ্টা একান্তে কথা বলার সুযোগ দেওয়া হয়৷ অথচ দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর স্ত্রী সুনীতাকে কথা বলতে হচ্ছে মুলাকাত জানালা দিয়ে৷ রবিবার মুলাকাত জানালা দিয়েই কেজরিওয়ালের সঙ্গে কথা বলবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান৷ মুলাকাত জানালা হল জেলে এক ধরনের বিশেষ জানালা, যা আসলে মোটা দেওয়ালের দু-প্রান্তে লোহার জাল দেওয়া৷ লোহার জালের একদিকে বন্দিকে হাজির করা হয়৷ আর এক প্রান্তে হাজির করা হয় সাক্ষাৎপ্রার্থীকে৷ দু’জনেই শুধু মুখমণ্ডল দেখার সুযোগ পান৷
উল্লেখ্য, আবগারি মামলায় ধৃত অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি বেআইনি এই আবেদন আগামী সোমবার শুনতে পারে সুপ্রিম কোর্ট৷ বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চেই দিল্লির মুখ্যমন্ত্রীর মামলার শুনানি হতে পারে৷ ইডির গ্রেফতারি নিয়ে কেজরির এই আগেই দিল্লি হাই কোর্ট খারিজ করে দিয়েছে৷ উচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আম আদমি পার্টির (আপ) প্রধান৷ ইডি আদালতে জানিয়েছে, কেজরীর বিরুদ্ধে তাদের হাতে প্রমাণ রয়েছে৷ দিল্লির মুখ্যমন্ত্রীকে আবগারি মামলার ‘মূলচক্রী’ হিসাবেও দেখিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এর পাশাপাশি, তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷ সোমবার আপ প্রধানের জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে৷ ১৫ এপ্রিল কেজরীকে রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করানো হবে৷
এরই মধ্যে কেজরিওয়াল তরফে জেল প্রশাসনের বিরুদ্ধে অন্যায় আচরণের অভিযোগ তোলা হয়৷ কেজরিওয়ালের সঙ্গে তাঁর স্ত্রী সুনীতা বেশ কয়েকবার মুলাকাত জানালার মাধ্যমেই কথা বলেছেন৷ পাঁচ মিনিটের কথোপকথনের পুরোটাই জেল কর্তৃপক্ষ রেকর্ড করে রেখেছে৷ এছাড়া দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী বেশ কয়েকবার বাডি় থেকে ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলেছেন৷ সেই কলও কেরর্ড করেছে জেল কর্তৃপক্ষ৷
সঞ্জয় সিং শনিবার সাংবাদিক বৈঠক ডেকে অভিযোগ করেন, অনেক দাগি অপরাধী শুধু পরিবারের সঙ্গে মুখোমুখি বসে কথা বলার সুযোগ পাচ্ছে তাই-ই নয়, এর আগে ভিভিআইপি বন্দিরা মোবাইল, ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েছেন৷
আপ সূত্রে জানানো হয়েছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মান দলীয় সুপ্রিমোর সঙ্গে মুখোমুখি বৈঠকের আর্জি জানিয়েছিলেন৷ রবিবার তাঁকে সময় দেওয়া হয়েছে৷ সেই মতো পাঞ্জাব পুলিশের কর্তারা তিহাড় জেলের ভিতরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন৷
শনিবার জেল কর্তৃপক্ষ মেল করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দফতরকে জানিয়েছে, তিনি রবিবার পাঁচ মিনিটের জন্য মুলাকাত জানালা দিয়ে কেজরিওয়ালের সঙ্গে কথা বলতে পারবেন৷ আপ নেতাদের বক্তব্য, দু’জন মুখ্যমন্ত্রীকে পর্যন্ত মুলাকাত জানালা দিয়ে কথা বলতে হবে৷ অথচ জেল কোডে বিশেষ সুবিধা দেওয়ার বিধান রয়েছে৷
আপের অভিযোগ নিয়ে তিহাড় কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি৷ মদকাণ্ডে অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বর্তমানে সেখানে বন্দি৷ সোমবার সুপ্রিম কোর্টে তাঁর মামলার শুনানি হবে৷ ইডি তাঁকে গ্রেফতার করেছে৷ তদন্তকারী সংস্থার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন কেজরিওয়াল৷ হাইকোর্ট তাঁর আর্জি খারিজ করে দিয়েছে৷ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি৷