চলতি সংসদ ভবনে বাদল অধিবেশনে শাসক-বিরােধী দ্বন্দুর জন্য ক্ষতি হয়েছে ১৩৩ কোটি টাকা, দাবি কেন্দ্রের। আর এই বিপুল অর্থের টাকা জনগণের করদাতাদেরই। আর এই নিয়ে শুরু হয়ে কেন্দ্রের শাসক দল নাম বিরােধী দলগুলির তরজা।
গত শনিবার জাতীয় সংবাদমাধ্যমগুলিতে এক খতিয়ান তুলে ধরা হয়। সেখানে বলা হয়েছে, এতদিন মাত্র ১৮ ঘণ্টা সংসদ চলেছে। যা ১০৭ ঘন্টা হতে পারতাে। অর্থাৎ ৮৯ ঘন্টা জলে গেল। যা করদাতাদের ১৩৩ কোটি কেটে বরবাদ হয়েছে।
এই প্রসঙ্গে বিরােধী রাজনৈতিক দলগুলির মধ্যে বিশেষত তৃণমূল কংগ্রেসের লােকসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায় জানিয়েছেন, ‘২০১০ সালে শীতকালীন অধিবেশনে একদিনও সংসদ চলতে দেয়নি তৎকালীন বিরােধী দল বিজেপি। সেইসময় কত টাকা নষ্ট করেছে তারা। তার হিসাব আগে দিক বিজেপি।
পাশাপাশি সুখেন্দুশেখর রায় এও জানিয়েছেন যে, প্রয়াত বিজেপি নেতা অরুণ জেটলি এবং বিজেপি নেত্রী সুষমা স্বরাজ বলতেন, ‘সংসদে হইহট্টগােল গণতন্ত্রের অঙ্গ’।