• facebook
  • twitter
Sunday, 27 April, 2025

১২ ঘন্টা অনশন ধর্মঘট লাক্ষাদ্বীপে

বেশ কয়েকটি ইস্যুকে সামনে রেখে সােমবার লাক্ষাদ্বীপের বাসিন্দারা অনশন ধর্মঘট কর্মসূচিতে শামিল হলেন।

লাক্ষাদ্বীপ (Photo: IANS)

বেশ কয়েকটি ইস্যুকে সামনে রেখে সােমবার লাক্ষাদ্বীপের বাসিন্দারা অনশন ধর্মঘট কর্মসূচিতে শামিল হলেন। সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই অনশন ধর্মঘট কর্মসূচি পালিত হয়। 

পর্যটন, গবাদিপশু সহ পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত প্রস্তাবিত নিয়মবিধির প্রতিবাদে এদিন লাক্ষাদ্বীপের বাসিন্দারা এই কর্মসূচি নেন। প্রফুল খােদা পটেলের নেতৃত্বাধীন লাক্ষাদ্বীপ প্রশাসন প্রস্তাবিত বিধি, নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, ধ্বংস করবে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। 

প্রায় ৭০ হাজার মানুষের বাস এই লাক্ষাদ্বীপে। সেভ লাক্ষাদ্বীপ ফোরাম গড়ে উঠেছে। তাদের পক্ষ থেকে জানানাে হয়েছে, আগামী দিনে এই আন্দোলন বৃহত্তর আকার ধারণ করবে। এই প্রথম লাক্ষাদ্বীপবাসী এই ধরনের প্রতিবাদ বিক্ষোভে শামিল হলেন। 

আরব সাগরে বুকে ৩৭ টি ক্ষুদ্র দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত। লাক্ষাদ্বীপকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করার জন্য লাক্ষাদ্বীপ ডেভেলপমেন্ট অথরিটি রেগুলেশন করা হয়েছে। কিন্তু বাসিন্দাদের দাবি, রেগুলেশন কার্যকর হলে বদলে যাবে দ্বীপের চরিত্র। লাক্ষাদ্বীপের স্বাতন্ত্র ধ্বংস হবে।