• facebook
  • twitter
Thursday, 3 April, 2025

যোশীমঠকে রক্ষা করতে ভাঙতে হবে ১০০০ বসতবাড়ি, দিশাহারা দেবভূমির বাসিন্দারা  

দেরাদুন, ২৪ জানুয়ারি – বছর খানেক আগে থেকেই প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন ‘দেবভূমি যোশীমঠ ’ . ক্রমাগত ভূমিক্ষয় এবং ভূমি বিপর্যয়ের কারণে বড়সড় বিপদের সম্মুখীন যোশীমঠ। ভূমি জুড়ে আড়াআড়ি ফাটল বিপদ সংকেতের বার্তা দিয়েছিল এক বছর আগে থেকেই। ভূতাত্ত্বিকরা পরীক্ষার পর জানিয়ে দিয়েছিলেন যোশীমঠের অনেকটাই ডুবতে বসেছে । যুদ্ধকালীন তৎপরতায় যোশীমঠকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা শুরু করে  রাজ্য

News Hub