দিল্লি, ৩১ মে– এই ধাতুটির প্রতি লোভ বা ভালোবাসা যাই বলুন না কোন নেই এমন মানুষ মেলা ভার৷ তাও যদি সেটি হয় পুরো ১০০ টন৷ শুনেই ভিমরি খাওয়ার জো৷ আর এই ১০০ টনের বাসস্থলই এবার হতে চলেছে ভারতের সিন্দুক৷ সুদুর ইংল্যান্ড থেকে ফিরছে দেশের রিজার্ভ ব্যাঙ্কের ভল্টে৷ সূত্রের দাবি, সবার অলক্ষ্যে রিজার্ভ ব্যাঙ্ক ইংল্যান্ড থেকে ১ লক্ষ কেজি সোনা ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে৷
রিপোর্ট বলছে, ভারতের কাছে এই মুহূর্তে সোনা আছে ৮২২.১ টন৷ তবে এর মধ্যে ৪১৩.৮ টন সোনা বিদেশের ভল্টে রয়েছে৷ গত বছরই ২৩ টনের মতো আরও সোনা কিনেছিল ভারত৷ বিদেশ থেকে সেই সোনা দেশে আনতে গেলে অনেক নিয়মকানুন মেনে চলতে হয়৷ তার জন্যই বিদেশের ভল্টে পড়ে থাকে সেই সোনা৷ আরবিআই সেই সম্পদই এবার ধাপে ধাপে দেশে ফেরাচ্ছে৷
সূত্রের দাবি, এই মুহূর্তে ভারতের গচ্ছিত সোনার দুই তৃতীয়াংশই রয়েছে বিদেশের নিরাপদ আশ্রয়ে৷ এর সিংহভাগ ছিল ব্যাঙ্ক অফ ইংল্যান্ডে৷ সেখান থেকেই প্রায় ১০০ টন সোনা দেশে ফেরানো হচ্ছে৷ সবটাই হয়েছে গোপনীয়তা বজায় রেখে৷ এতদিন দেশে গচ্ছিত সোনার পরিমাণ ছিল মোটামুটিভাবে মোট সোনার এক তৃতীয়াংশ৷ এর ফলে দেশের সিন্দুকে গচ্ছিত সোনার পরিমাণ বেড়ে প্রায় অর্ধেক হয়ে গেল৷ রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের দাবি, এই মুহূর্তে ভারতের মোট গচ্ছিত সোনার পরিমাণ ৮২২ টন৷ গত অর্থবর্ষে এই সোনার পরিমাণ ছিল ৭৯৪ টন৷ যা গত এক বছরে অনেকটাই বেড়েছে৷
রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের খবর, দেশে এই সোনা ফেরানোর নেপথ্যে রিজার্ভ ব্যাঙ্কের একটাই উদ্দেশ্য৷ এই বিপুল সোনা গচ্ছিত রাখার জন্য বিদেশের এই সংস্থাকে বিপুল অঙ্কের ভাড়া দিতে হত৷ সেটা আর গুনতে হবে না৷
উল্লেখ্য, এর আগে ১৯৯১ সালে আর্থিক উদারিকরণের আগে প্রায় ২০ টন সোনা একপ্রকার গোপনেই বিদেশে সরিয়েছিল ভারত৷ সেসময় দেশের বিদেশি মুদ্রার ভাঁড়ার প্রায় শূন্য হয়ে দাঁড়িয়েছিল৷ কার্যত নিরুপায় হয়ে সেবার সোনা বন্ধক দিতে হয় ভারতকে৷ চন্দ্রশেখর সরকার সেই সময়ের অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দাঁড়িয়ে দেশের সোনা বিদেশে বন্দক রাখার সিদ্ধান্ত নেয়৷ দেশের মধ্যে অর্থপ্রদানের ভারসাম্য বজায় রাখতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৪০০ মিলিয়ন ডলার সংগ্রহের জন্য ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এবং ব্যাঙ্ক অফ জাপানকে ৪৬.৯১ টন সোনা বন্দক দিয়েছিল৷ সেই সোনাই ফিরে আসছে দেশে৷ বছর ১৫ আগে মনমোহন সিং সরকারের আমলে আইএমএফ থেকে ২০০ টন সোনা কিনেছিল আরবিআই৷ তারপর ধীরে ধীরে দেশের সোনার সঞ্চয় ক্রমশ বেডে়ছে৷
৩ দশক বাদে ঠিক উলটো ছবি দেখা গেল৷ রিজার্ভ ব্যাঙ্ক দেশে ফেরালো বিদেশে জমা থাকা সোনা৷
ব্রিটেনের ভল্টে এই সোনা রাখার জন্য ভারতকে ‘স্টোরেজ কস্ট’ দিতে হত ব্যাঙ্ক অফ ইংল্যান্ডকে৷ তাই ১০০ টন সোনা দেশের ফিরিয়ে এনে সেই খরচও বাঁচাবে আরবিআই৷
যে ১০০ টন সোনা আসার কথা তা সরানোর জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করতে হবে৷ তার সঙ্গেই চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থাও করতে হবে সরকারকে৷ মুম্বই এবং নাগপুরের মিন্ট রোডের আরবিআই বিল্ডিং-এ অবস্থিত ভল্টে থাকবে এই সোনা৷