চোখ রাঙাচ্ছে ‘ওমিক্রন’। আগামী বছরের গোড়ার দিকেই তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাও প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। যদিও দেশের সার্বিক করোনা স্বস্তিজনক পরিস্থিতি।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যানে অন্তত সে প্রমাণই পাওয়া যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সাত হাজারেরও কম। গত ৫৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন ভারতের অ্যাকটিভ কেসের সংখ্যাও।
মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৮২২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় বেশ খানিকটা কম। এরই মধ্যে অবশ্য চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র। সেখানে ইতিমধ্যেই মিলেছে ওমিক্রন আক্রান্তের খোঁজ।
তারই মধ্যে এবার জানা গেল, বিদেশ থেকে ফেরা একশোরও বেশি যাত্রীকে ট্রেস করা যাচ্ছে না। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, থানে জেলায় ফেরা ১০৯ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।