লোকসভার ধাক্কায় অগ্নিবীরদের সংরক্ষণ দাঁড়াল ১০ শতাংশ, ঘোষণা মোদি সরকারের

দিল্লি, ১২ জুলাই– ভোট বড় বালাই৷ সেই ভোট যেমন মানুষকে ভবিষ্যত নিয়ে ভাবায়, ঠিক তেমনই ব্যাঙ্কের লাভ-লোকশান রাজনীতিক দলগুলিকে তাদের অতিতের করা কাজের ভালো-মন্দ ঠিক করতে শেখায়৷ ঠিক যেমন মোদি সরকারের নতুন ঘোষণা৷  লোকসভায় ভোটব্যাঙ্কের ধাক্কায় মোদি সরকার এবার অগ্নিবীরদের নিয়ে নতুন ভাবনায় বাধ্য হল৷ নতুন ঘোষণার মাধ্যমে নিজের ভুল মেনে জনগণকে বোঝাতে সচেষ্ট যে আগামিতে পাশে থেকো৷
প্রাক্তন অগ্নিবীরদের জন্য কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী এবং আধাসেনায় ১০ শতাংশ সংরক্ষণ ঘোষণা করল কেন্দ্র৷ সিআইএসএফ, বিএসএফ, সিআরএফে ১০ শতাংশ পদ সংরক্ষণ চালু করা হবে৷ সব নিয়োগ হবে কনস্টেবল পদে৷

২০২২ সালে অগ্নিপথ প্রকল্প চালু করে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷ এই প্রকল্পে প্রতিবছর ৪৫ থেকে ৫০ হাজার সেনা জওয়ান নিয়োগ করা হয়৷ নিযুক্তরা চার বছর পর অবসর নেবেন৷ এদের মধ্যে ২৫ শতাংশকে আরও ১৫ বছরের জন্য নিয়োগ করা হবে৷ প্রকল্প ঘোষণার পরেই দেশজুডে় তুমুল আন্দোলন শুরু হয়ে যায়৷ হিংসাত্বক আন্দোলনের জেরে গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন কর্মপ্রার্থীকে৷

২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির কাছে বুমের্যাং হয়ে দাঁড়ায় এই ‘অগ্নিপথ’ প্রকল্পই৷ একে সরকারের বিরুদ্ধে হাতিয়ার করে কংগ্রেস৷ যার প্রভাবও পড়ে একাধিক রাজ্যে৷ রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাবের মতো রাজ্যে ভালোমতো ধাক্কা খায় গেরুয়া শিবির৷


]উত্তরপ্রদেশ, বিহারে বিজেপির ধাক্কার নেপথ্যেও অন্যতম ইসু্য ছিল এই ‘অগ্নিবীর’ প্রকল্প৷ সেটা আন্দাজ করতে পেরেই কেন্দ্রের তরফে অগ্নিপথ নিয়ে মানুষের অসন্তোষের কারণ নিয়ে তথ্যতালাশ শুরু করে প্রতিরক্ষামন্ত্রক৷ সূত্রের দাবি, ফের প্রতিরক্ষামন্ত্রী পদে দায়িত্ব পেয়েই রাজনাথ সিং সেই অসন্তোষ মেটাতে উদ্যোগ নিচ্ছেন৷

সেটারই প্রাথমিক ধাপ হিসাবে আধাসেনায় নিয়োগে প্রাক্তন অগ্নিবীরদের জন্য এই সংরক্ষণ ঘোষণা৷ জানা গিয়েছে, আধাসেনায় নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীরদের বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে৷ ছাড় দেওয়া হবে শারীরিক সক্ষমতার পরীক্ষাতেও৷