• facebook
  • twitter
Friday, 22 November, 2024

১লা বৈশাখে হাওড়া-ব্যান্ডেল সেকশনে বাতিল ১০টি লোকাল ট্রেন

কলকাতা, ১৩ এপ্রিল: আগামীকাল বাঙালির বিশেষ দিন। ১লা বৈশাখ। বাংলা নববর্ষের সূচনা। এই বিশেষ দিনে মানুষ বাইরে বেরবেন কম। বেশিরভাগ মানুষ বাড়িতে বা এলাকায় ব্যস্ত থাকবেন বাংলা নববর্ষ উদযাপনে। এই বিশেষ সুযোগকে কাজে লাগিয়ে হাওড়া-বান্ডেল শাখায় ১০টি লোকাল ট্রেন বাতিল রাখা হচ্ছে। ওইদিন হাওড়া ইয়ার্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশে মেরামতের কাজ হবে। কারণ এই ইয়ার্ডে

কলকাতা, ১৩ এপ্রিল: আগামীকাল বাঙালির বিশেষ দিন। ১লা বৈশাখ। বাংলা নববর্ষের সূচনা। এই বিশেষ দিনে মানুষ বাইরে বেরবেন কম। বেশিরভাগ মানুষ বাড়িতে বা এলাকায় ব্যস্ত থাকবেন বাংলা নববর্ষ উদযাপনে। এই বিশেষ সুযোগকে কাজে লাগিয়ে হাওড়া-বান্ডেল শাখায় ১০টি লোকাল ট্রেন বাতিল রাখা হচ্ছে। ওইদিন হাওড়া ইয়ার্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশে মেরামতের কাজ হবে। কারণ এই ইয়ার্ডে রক্ষণাবেক্ষণের জন্য এই জরুরি কাজগুলি খুবই আবশ্যিক হয়ে পড়েছে। রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন সংশ্লিষ্ট শাখায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

সেজন্য রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, আগামীকাল রবিবার হাওড়া ডিভিশনে ১০টি লোকাল ট্রেন বাতিল রাখা হবে। ওইদিন ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ার কারণে আগাম দুঃখপ্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। ওইদিন যাত্রীদের গন্তব্যে পৌঁছতে বিকল্প পরিবহণের আশ্রয় নিতে অনুরোধ করা হয়েছে। ১লা বৈশাখের দিন বাতিল হতে যাওয়া এই ট্রেনগুলির নম্বর উল্লেখ করা হল। এর মধ্যে হাওড়া থেকে বাতিল হওয়া ট্রেনের নম্বর যথাক্রমে ৩৭২১১, ৩৭২১৩, ৩৭৩০৩, ৩৭৩০৯, ৩৭৩১১। ব্যান্ডেল থেকে বাতিল হওয়া ট্রেনের নম্বর ৩৭২১২ ও ৩৭২১৪। তারকেশ্বর থেকে বাতিল হওয়া ট্রেনের নম্বরগুলি ৩৭৩১২ ও ৩৭৩১৪। এছাড়া সিঙ্গুর থেকে বাতিল হওয়া ট্রেনের নম্বর ৩৭৩০৪।