অমরনাথে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ১০ জন মৃত নিখোঁজ অনেকেই

10 dead, many missing after cloudburst, flash floods at Amarnath shrine (3rd Lead)

শুক্রবার বিকেলে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরের অমরনাথ তীর্থক্ষেত্র।

এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অমরনাথ গুহা এবং কালীমাতার মাঝামাঝি এলাকায় অল্প সময়ের মধ্যে প্রবল বৃষ্টি হয়।

তা থেকে প্রবল জলস্ফীতি এবং প্লাবনে ২৫ টি পুণ্যার্থীর শিবির ভেসে গিয়েছে। অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে প্রকাশ।


পুলিশ জানিয়েছে, ‘এলাকায় থাকা অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না। আশঙ্কা, মৃতের সংখ্যা বাড়তে পারে আরও’।

শুক্রবারের এই ঘটনায় ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। পৌঁছেছে জম্মু ও কাশ্মীরের বিপর্যয় মোকাবিলা বাহিনীও। শুরু হয়েছে উদ্ধার কাজ।

ইন্দো টিবেটান সীমান্ত পুলিশবাহিনী হেলিকপ্টার নিয়ে পৌঁছেছে এলাকায়। তারা জানিয়েছে মেঘ ভাঙ বৃষ্টিতে অমরনাথের গুহার উপর থেকে হঠাৎ করেই জল নামতে শুরু করে। তার পরই হুড়মুড়িয়ে জল ঢুকতে শুরু করে এলাকায়।

ঘটনাটির একটি ভিডিও প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই। তাতে দেখা যাচ্ছে প্রবল স্রোতে জল ঢুকছে রাস্তা দিয়ে।

উদ্ধারকারীরা জানিয়েছে, পুণ্যার্থীদের খাবার এবং আশ্রয় দেওয়ার বেশ কয়েকটি লঙ্গরখানা আক্রান্ত হয়েছে ভারী বৃষ্টি আর তার জেরে হওয়া আচমকা জলস্ফীতিতে।

একটি সূত্রে জানা গেছে, সেই সময় ওই এলাকার কাছেই ছিলেন ষ। ১০ থেকে ১২ হাজার পুণ্যার্থী নিখোঁজ অনেকেই।