• facebook
  • twitter
Friday, 10 January, 2025

রাজধানীর রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে খুন ১ যুবককে , গ্রেপ্তার ১ 

রাজধানীর রাস্তায় প্রকাশ্যে খুন করা হল এক যুবককে। কয়েকজন যুবক বচসায় জড়িয়ে পড়লে তার জেরে এই খুনের ঘটনা ঘটে। যুবককে রাস্তায় ফেলে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ জন ওই যুবকের উপর চড়াও হয়েছিল। সিসিটিভিতেও সেই ছবি ধরা পড়ে। এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি ২ অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

প্রতীকী ছবি

রাজধানীর রাস্তায় প্রকাশ্যে খুন করা হল এক যুবককে। কয়েকজন যুবক বচসায় জড়িয়ে পড়লে তার জেরে এই খুনের ঘটনা ঘটে। যুবককে রাস্তায় ফেলে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ জন ওই যুবকের উপর চড়াও হয়েছিল। সিসিটিভিতেও সেই ছবি ধরা পড়ে। এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি ২ অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

ঘটনাটি ঘটে দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকায়। মৃত যুবকের নাম উমেশ। গত ২৬ ডিসেম্বর রাস্তা থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ানমাফিক খুনের মামলা রুজু করা হয়। কিন্তু খুনিদের নাগাল পাওয়া সম্ভব হচ্ছিল না। এরপর তল্লাশি চালিয়ে মূল অভিযুক্ত সুরজকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিল্লি পুলিশ জানা গিয়েছে, সুরজ ছাড়াও এই ঘটনায় বাকি ২ অভিযুক্তের মধ্যে রয়েছেন ঋত্বিক এবং তাঁর নাবালক ভাই। ৩ জনকেই ধারালো অস্ত্র দিয়ে কোপাতে দেখা যায় উমেশ নাম ওই যুবককে। কী নিয়ে তাঁদের মধ্যে বচসা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।  

দিল্লির মুকারবা চক এলাকা থেকে মূল অভিযুক্ত সুরজকে গ্রেপ্তার করে পুলিশ। জেরার মুখে তিনি খুনের কথা স্বীকার করে নিয়েছেন বলে দাবি। সুরজ জেরায় জানান , ওই দিন উমেশ এবং তাঁর দলবলের সঙ্গে তাঁদের ঝামেলা হয়েছিল। রাগের মাথায় তাঁরা ওই যুবককে কুপিয়ে খুন করেন। তবে কী নিয়ে বিবাদের সূত্রপাত, আর কেউ  বা কারা এর সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সুরজকে জিজ্ঞাসাবাদ করে বাকি ২ অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।